Mamata Banerjee on Bhawanipore: ভবানীপুরে বহিরাগত কারা? মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি মমতার

Last Updated:

২০২৬-এ ভবানীপুরের রাজনৈতিক লড়াই নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে৷ কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
গত মঙ্গলবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তিনি ভবানীপুরে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল৷ বহিরাগত বলতে মুখ্যমন্ত্রী কাদের বুঝিয়েছেন, তা নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা৷
এ দিন কলকাতায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বহিরাগত বলতে তিনি রাজনৈতিক দলগুলিকে বুঝিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বহিরাগত বলতে রাজনৈতিক দলগুলিকে বুঝিয়েছি৷ যাঁরা এখানে বাস করেন, তাঁদের সঙ্গে আছি৷ নির্বাচনের সময় বাইরে থেকে অনেককে নিয়ে এসে ফ্ল্যাট কিনে রেখে দেয়, গেস্ট হাউজে রাখে৷ তা নিয়েই আমি কাউন্সিলরদের সতর্ক করেছি৷ সেটারই অন্য ব্যাখ্যা হয়েছে৷’
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি দূর্গম এলাকা থেকে ফোনে কাউন্সিলর দের বকছিলাম। কখনও কখনও বকতে হয়। ভালোবাসতেও হয়। আমার কথাকে গদি মিডিয়া অপব্যাখ্যা করেছে। আমি সব ওয়ার্ড চিনি। সব বাড়ি চিনি। কারা কোথায় থাকে জানি। এখানে যারা থাকেন তাঁরা বাঙালির থেকেও বেশি।’
advertisement
গত মঙ্গলবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ফোনে উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ তখনই তিনি বলেছিলেন, ‘ভবানীপুরে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। বস্তি ভেঙে বড় বাড়ি করা হচ্ছে। এটা আমি সমর্থন করি না। এগুলো লক্ষ্য রাখতে হবে।’
advertisement
২০২৬-এ ভবানীপুরের রাজনৈতিক লড়াই নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে৷ কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্বও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Bhawanipore: ভবানীপুরে বহিরাগত কারা? মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি মমতার
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement