চোখ হলুদ, জ্বর-অসুস্থতা আতঙ্কে রাজগঞ্জবাসী! এলাকায় শুরু মেডিক্যাল ক্যাম্প
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়িতে লেপ্টোস্পাইরা ও হেপাটাইটিস-এ’র প্রাদুর্ভাব! নড়ে চড়ে বসল স্বাস্থ্য দফতর। সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পেলকুগছ, চেকরমারি ও গিরানগছ এলাকায় একাধিক মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে খবর প্রকাশ্যে এসেছে।
advertisement
advertisement
advertisement
স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে, অপরিস্রুত পানীয় জল ও ইঁদুরের মূত্র থেকেই মূলত এই সংক্রমণ ছড়াচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু-কিশোরের সংখ্যাই বেশি, যা নিয়ে উদ্বেগ বাড়ছিল।পরীক্ষায় চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে—৪০ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে লেপ্টোস্পাইরা, ১৪ জনের শরীরে হেপাটাইটিস-এ, দু’জনের শরীরে স্ক্রাব টাইফাস এবং একজনের শরীরে একাধিক রোগের জীবাণু ধরা পড়েছিল।
advertisement