চোখ হলুদ, জ্বর-অসুস্থতা আতঙ্কে রাজগঞ্জবাসী! এলাকায় শুরু মেডিক্যাল ক্যাম্প

Last Updated:
জলপাইগুড়িতে লেপ্টোস্পাইরা ও হেপাটাইটিস-এ’র প্রাদুর্ভাব! নড়ে চড়ে বসল স্বাস্থ্য দফতর। সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পেলকুগছ, চেকরমারি ও গিরানগছ এলাকায় একাধিক মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে খবর প্রকাশ্যে এসেছে।
1/5
জলপাইগুড়িতে লেপ্টোস্পাইরা ও হেপাটাইটিস-এ’র প্রাদুর্ভাব! নড়ে চড়ে বসল স্বাস্থ্য দফতর। সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পেলকুগছ, চেকরমারি ও গিরানগছ এলাকায় একাধিক মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে খবর প্রকাশ্যে এসেছে।
জলপাইগুড়িতে লেপ্টোস্পাইরা ও হেপাটাইটিস-এ’র প্রাদুর্ভাব! নড়ে চড়ে বসল স্বাস্থ্য দফতর। সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পেলকুগছ, চেকরমারি ও গিরানগছ এলাকায় একাধিক মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে খবর প্রকাশ্যে এসেছে।
advertisement
2/5
আজ সকাল থেকেই এলাকায় দেখা মিলল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে স্বাস্থ্য দফতর। জল পরিষেবা দিচ্ছে পিএইচই। এলাকার কল জলের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে গোটা এলাকা।
আজ সকাল থেকেই এলাকায় দেখা মিলল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে স্বাস্থ্য দফতর। জল পরিষেবা দিচ্ছে পিএইচই। এলাকার কল জলের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে গোটা এলাকা।
advertisement
3/5
সূত্রের খবর, এলাকার শিশু-কিশোরদের আক্রান্ত সংখ্যা বেশি। কারও কারও চোখ হলুদ হয়ে যাচ্ছে, থাকছে বমিভাব, আর অনেকের জ্বর দীর্ঘদিন ধরে কমছে না। কপালে চিন্তার ভাঁজ পড়েছিল স্থানীয়দের।
সূত্রের খবর, এলাকার শিশু-কিশোরদের আক্রান্ত সংখ্যা বেশি। কারও কারও চোখ হলুদ হয়ে যাচ্ছে, থাকছে বমিভাব, আর অনেকের জ্বর দীর্ঘদিন ধরে কমছে না। কপালে চিন্তার ভাঁজ পড়েছিল স্থানীয়দের।
advertisement
4/5
স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে, অপরিস্রুত পানীয় জল ও ইঁদুরের মূত্র থেকেই মূলত এই সংক্রমণ ছড়াচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু-কিশোরের সংখ্যাই বেশি, যা নিয়ে উদ্বেগ বাড়ছিল।পরীক্ষায় চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে—৪০ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে লেপ্টোস্পাইরা, ১৪ জনের শরীরে হেপাটাইটিস-এ, দু’জনের শরীরে স্ক্রাব টাইফাস এবং একজনের শরীরে একাধিক রোগের জীবাণু ধরা পড়েছিল।
স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে, অপরিস্রুত পানীয় জল ও ইঁদুরের মূত্র থেকেই মূলত এই সংক্রমণ ছড়াচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু-কিশোরের সংখ্যাই বেশি, যা নিয়ে উদ্বেগ বাড়ছিল।পরীক্ষায় চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে—৪০ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে লেপ্টোস্পাইরা, ১৪ জনের শরীরে হেপাটাইটিস-এ, দু’জনের শরীরে স্ক্রাব টাইফাস এবং একজনের শরীরে একাধিক রোগের জীবাণু ধরা পড়েছিল।
advertisement
5/5
তবে এদিন সকাল থেকেই স্বাস্থ্য দফতরের তৎপরতায় এলাকায় মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পরিশ্রুত জলের ব্যবস্থা দেওয়া এমনকি এলাকার প্রত্যেকটি বাড়ির কল পরিষ্কার করে জল শুদ্ধকরণ করার এই উদ্যোগ খানিক স্বস্তি দিয়েছে এলাকাবাসীদের।
তবে এদিন সকাল থেকেই স্বাস্থ্য দফতরের তৎপরতায় এলাকায় মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পরিশ্রুত জলের ব্যবস্থা দেওয়া এমনকি এলাকার প্রত্যেকটি বাড়ির কল পরিষ্কার করে জল শুদ্ধকরণ করার এই উদ্যোগ খানিক স্বস্তি দিয়েছে এলাকাবাসীদের।
advertisement
advertisement
advertisement