Durga Puja 2025: মায়ের কোলে, কারও হাতে জড়ানো ব‍্যান্ডেজ...ওরাও দেখল ঠাকুর! বড় আয়োজন হাসপাতালের

Last Updated:
Durga Puja 2025: অপুষ্টি কেড়েছে স্বাভাবিক শৈশব। হাসপাতালের চার দেওয়ালেই কেটে যায় বছরের বেশিরভাগ সময়। দুর্গা পুজোর সময় এই ছোট শিশুদের মন চায় ছুটে বেড়ানোর। তাঁদের এই ইচ্ছে পূরণ করা সম্ভব না হলেও দুর্গা প্রতিমা দর্শনের সাধ পূরণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: অপুষ্টি কেড়েছে স্বাভাবিক শৈশব। হাসপাতালের চার দেওয়ালেই কেটে যায় বছরের বেশিরভাগ সময়। দুর্গা পুজোর সময় এই ছোট শিশুদের মন চায় ছুটে বেড়ানোর।তাঁদের এই ইচ্ছে পূরণ করা সম্ভব না হলেও দুর্গা প্রতিমা দর্শনের সাধ পূরণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
আলিপুরদুয়ার, অনন্যা দে: অপুষ্টি কেড়েছে স্বাভাবিক শৈশব। হাসপাতালের চার দেওয়ালেই কেটে যায় বছরের বেশিরভাগ সময়। দুর্গা পুজোর সময় এই ছোট শিশুদের মন চায় ছুটে বেড়ানোর। তাঁদের এই ইচ্ছে পূরণ করা সম্ভব না হলেও দুর্গা প্রতিমা দর্শনের সাধ পূরণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
2/5
এই শিশুদের বয়স এক থেকে দেড় বছর। এই বয়সে পুজোর জাঁকজমক দেখে উৎসবের সঙ্গে পরিচিত হতে শুরু করে শিশুরা। নতুন জামা, নতুন সাজ, বাবা মায়ের সঙ্গে ঠাকুর দেখা সবটাই হয়। কিন্তু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থেকে যায়।
এই শিশুদের বয়স এক থেকে দেড় বছর। এই বয়সে পুজোর জাঁকজমক দেখে উৎসবের সঙ্গে পরিচিত হতে শুরু করে শিশুরা। নতুন জামা, নতুন সাজ, বাবা মায়ের সঙ্গে ঠাকুর দেখা সবটাই হয়। কিন্তু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থেকে যায়।
advertisement
3/5
এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পক্ষ থেকে নিউট্রিশনিস্ট কবিতা দাস জানান,
এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পক্ষ থেকে নিউট্রিশনিস্ট কবিতা দাস জানান, "এই শিশুদের সুস্থ করে তোলা হচ্ছে। বাইরের পরিবেশ তাঁদের পক্ষে ক্ষতিকারক না। যার জন্য শিশুদের পুজোতে দেবীর দর্শন করানো হল।"
advertisement
4/5
এত আলো, সুসজ্জিত মন্ডপ, বড় বড় দেবী মূর্তি দেখে খুশি এই শিশুরা।শুধু শিশুদের নয় তাঁদের মায়েদের নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে করে। মায়ের কোলে বসে পরের পুজোয় সুস্থ থাকার প্রার্থনা করল শিশুরা।
এত আলো, সুসজ্জিত মণ্ডপ, বড় বড় দেবী মূর্তি দেখে খুশি এই শিশুরা।শুধু শিশুদের নয় তাঁদের মায়েদের নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে করে। মায়ের কোলে বসে পরের পুজোয় সুস্থ থাকার প্রার্থনা করল শিশুরা।
advertisement
5/5
অনেকের এটি প্রথম পুজো দর্শন। টোটোতে চেপে এই প্রথম পুজোর পাশাপাশি বাইরের জগৎ দেখা তাঁদের। পুজো দেখা হলেও বাইরের খাবার খায়নি শিশুরা। কারণ একটি নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয় তাঁদের।
অনেকের এটি প্রথম পুজো দর্শন। টোটোতে চেপে এই প্রথম পুজোর পাশাপাশি বাইরের জগৎ দেখা তাঁদের। পুজো দেখা হলেও বাইরের খাবার খায়নি শিশুরা। কারণ একটি নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয় তাঁদের।
advertisement
advertisement
advertisement