North Bengal Weather: অতিভারী বৃষ্টিতে ভাসছে ভুটান, উপচে পড়ছে ওয়াংচু নদীর জল, বাংলার সীমান্তের জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
North Bengal Weather: ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি অতিভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে ভুটানে। ওয়াংচু নদীর জল উপচে পড়েছে ফুন্টশলিং তালা বাঁধের ওপর। ভুটান প্রশাসনের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তবর্তী এলাকা গুলিতে।রবিবার বেলা ১২ টায় দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তি।
advertisement
*ভুটানের জাতীয় জলবিদ্যা ও আবহাওয়া কেন্দ্র (এনসিএইচএম) ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন (ডিজিপিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে টালা জলবিদ্যুৎ বাঁধের গেট খোলা হয়নি এবং নদীর জল বাঁধ থেকে উপচে পড়ছে। সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
advertisement
*অতিবৃষ্টিতে দৃশ্যমানতা কমেছে বিভিন্ন এলাকার। উত্তরবঙ্গের পাঁচ শহরের তাপমাত্রা কমেছে। দার্জিলিং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement