NEET UG Counselling 2025: মেডিক্যালে স্নাতকে এখনও আসন খালি, ভর্তির কাউন্সেলিংয়ে যোগ হল আরও দু’টি রাউন্ড! MCC-র নয়া ঘোষণা

Last Updated:

NEET UG Counselling 2025: মেডিক্যাল স্নাতকে ভর্তির কাউন্সেলিং শুরু হয়েছে গত জুলাই মাস থেকে। সব মিলিয়ে চারটি রাউন্ডের মাধ্যমে কাউন্সেলিং হয়েছে। তবু এখনও শূন্য আসন পূরণ হয়নি।

মেডিক্যালে আসন ফাঁকা
মেডিক্যালে আসন ফাঁকা
কলকাতা: মেডিক্যাল স্নাতকে ভর্তির কাউন্সেলিং শুরু হয়েছে গত জুলাই মাস থেকে। সব মিলিয়ে চারটি রাউন্ডের মাধ্যমে কাউন্সেলিং হয়েছে। তবু এখনও শূন্য আসন পূরণ হয়নি। তাই মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে নয়া ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আরও দু’টি রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে।
মেডিক্যাল কান্সেলিং জানিয়েছে, দেশের একাধিক কলেজে নার্সিং এবং ডেন্টাল কোর্সের আসন খালি রয়েছে। সে জন্য নতুন দু’টি রাউন্ডের মাধ্যমে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-এর মাধ্যমে বিডিএস এবং বিএসসি নার্সিং কোর্সে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
সুযোগ পাবেন চলতি বছরে নিট ইউজি উত্তীর্ণেরা (ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট)। এ জন্য এমসিসি-র তরফে জাতীয় স্তরের পাশাপাশি রাজ্য স্তরের কাউন্সেলিং সূচিও প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বেঁচে গিয়েছিলেন অলৌকিক ভাবে, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশ এখন কেমন আছেন? মন খারাপ হয়ে যাবে জানলে
ভর্তির পঞ্চম রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। আবেদন করা যাবে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত। পাশাপাশি জানাতে হবে পছন্দের কলেজ এবং কোর্স। পড়ুয়াদের জন্য বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১২ ডিসেম্বর। পঞ্চম রাউন্ডের মাধ্যমে আসন পূরণ না হলে আয়োজন করা হবে ষষ্ঠ রাউন্ডের। এ জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। ষষ্ঠ রাউন্ডের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG Counselling 2025: মেডিক্যালে স্নাতকে এখনও আসন খালি, ভর্তির কাউন্সেলিংয়ে যোগ হল আরও দু’টি রাউন্ড! MCC-র নয়া ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement