মেলেনি আবাস যোজনা, সন্তান নিয়ে ভাঙা ঘরে বাস স্বামীহারা মহিলার! কষ্ট দেখে নিজের টাকায় ঝাঁ চকচকে বাড়ি বানিয়ে দিলেন বিধায়ক

Last Updated:
সরকারি আবাস যোজনার তালিকায় ছিল না নাম। কোনও সরকারি সহযোগিতা না মেলায় অবশেষে নিজের বেতনের টাকা দিয়ে পাকা বাড়ি নির্মাণ করে দিল বিজেপি বিধায়ক বিশাল লামা। মেচপাড়া চা বাগানের ঘটনা।
1/5
কালচিনি, অনন্যা দে : সরকারি আবাস যোজনার তালিকায় ছিল না নাম। কোনও সরকারি সহযোগিতা না মেলায় অবশেষে নিজের বেতনের টাকা দিয়ে পাকা বাড়ি নির্মাণ করে দিল বিজেপি বিধায়ক বিশাল লামা। মেচপাড়া চা বাগানের ঘটনা।
<strong>কালচিনি, অনন্যা দে</strong>: সরকারি আবাস যোজনার তালিকায় ছিল না নাম। কোনও সরকারি সহযোগিতা না মেলায় অবশেষে নিজের বেতনের টাকা দিয়ে পাকা বাড়ি নির্মাণ করে দিল বিজেপি বিধায়ক বিশাল লামা। মেচপাড়া চা বাগানের ঘটনা।
advertisement
2/5
আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানের বাসিন্দা বাগানের অস্থায়ী শ্রমিক রুনা বিশ্বকর্মা।তার স্বামী গত হয়েছে,রয়েছে দুটি সন্তান। আবাস যোজনায় নাম নেই তাঁর। এই শ্রমিকের কথা জানতে পেরে এগিয়ে আসেন বিধায়ক বিশাল লামা।
আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানের বাসিন্দা বাগানের অস্থায়ী শ্রমিক রুনা বিশ্বকর্মা। তার স্বামী গত হয়েছে, রয়েছে দুটি সন্তান। আবাস যোজনায় নাম নেই তাঁর। এই শ্রমিকের কথা জানতে পেরে এগিয়ে আসেন বিধায়ক বিশাল লামা।
advertisement
3/5
কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা নিজের বেতনের টাকা দিয়ে এই শ্রমিককে পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। সেই বাড়িতে গৃহপ্রবেশ করলেন রুনা বিশ্বকর্মা।
কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা নিজের বেতনের টাকা দিয়ে এই শ্রমিককে পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। সেই বাড়িতে গৃহপ্রবেশ করলেন রুনা বিশ্বকর্মা।
advertisement
4/5
কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা জানান,
কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা জানান, "এই এলাকায় অনেকের বাড়ি হাতি ক্ষতিগ্ৰস্থ করেছিল কয়েকমাস পূর্বে কিন্তু বন দফতরের পক্ষ থেকে ক্ষতিগ্ৰস্থদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা নিজেদের থেকে সেই সমস্ত বাড়ি মেরামত করে দিয়েছিলাম। তখন এই শ্রমিকের বাড়িটি আমাদের নজরে আসে।"
advertisement
5/5
একটি ছোট ভেঙে যাওয়া ঘরে দুই সন্তান নিয়ে থাকতেন তিনি বলে বিধায়ক জানান। বাড়িটি মেরামত করার অবস্থায় ছিল না। তাই নতুন করে তৈরি করে দেওয়া হল। বাড়ি পেয়ে খুশি রুনা বিশ্বকর্মা।
একটি ছোট ভেঙে যাওয়া ঘরে দুই সন্তান নিয়ে থাকতেন তিনি বলে বিধায়ক জানান। বাড়িটি মেরামত করার অবস্থায় ছিল না। তাই নতুন করে তৈরি করে দেওয়া হল। বাড়ি পেয়ে খুশি রুনা বিশ্বকর্মা।
advertisement
advertisement
advertisement