২৬ বছর ধরে মুখের মধ্যে আস্ত জলপাই বীজ! বোনের কথা পালন করে দিন কাটছে দাদার
- Published by:Pooja Basu
- news18 bangla
- Written by:Amit Deskhmukh
Last Updated:
প্রথম প্রথম বীজ মুখে রাখার ফলে কেটে যেত মুখের ভেতরে অংশ। তবে এখন অভ্যাস হয়ে গিয়েছে। খাওয়া ঘুম দাঁত মাজা দিনে রাতে কোন সময়ই তিনি বীজ বের করেন না মুখ থেকে।
advertisement
ভাইফোঁটার দিন আসলেই আজ মন ভার হয়ে ওঠে অশোকনগর কচুয়া মোড় এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের। প্রায় ২৬ বছর আগে ভাই ফোঁটার দিনই, বোনের কথা রাখতে দাদা জয়দেব মুখে নিয়েছিলেন একটি জলপাইয়ের আঁটি। ১০ বছর আগে সেই বোন মারা গিয়েছেন। বোনের স্মৃতি ধরে রাখতে দাদা আজও মুখের মধ্যে রেখে দিয়েছেন ওই জলপাইয়ের আঁটি।
advertisement
বিদ্যুৎ বন্টন সংস্থার প্রাক্তন কর্মী বছর ৬৮ জয়দেব বিশ্বাস। নিজের বোন না থাকায়, ভাইফোঁটার দিন প্রতিবেশী তরুণী অগ্নিবীণা দেবী জয়দেব বাবুকে প্রতিবছর ফোঁটা দিতেন। সম্পর্ক যেন ছিল আপন ভাই বোনের মতোই। জয়দেব বাবুও তাকে নিজের বোনের মতোই স্নেহ করতেন। ভাইফোঁটা দিন ফোঁটা দেওয়ার পাশাপাশি নানা মেনু রান্না করতেন বোন। নিজের হাতে মাছ, মাংস, ডাল সহ বিভিন্ন খাবার রেঁধে খাওয়াতেন জয়দেববাবুকে। তবে পছন্দের মেনুতে অবশ্যই থাকত জলপাইয়ের চাটনি!
advertisement
১৯৯৬ সালে ভাইফোঁটার শেষ পাতে ছিল চাটনি। জয়দেব বাবু যখন হাত চেটেপুটে খাচ্ছেন, তখনই বোন একপ্রকার কৌতূহল বসতই, দাদাকে বলেন "আমার হাতের জলপাইয়ের চাটনি যখন এতই পছন্দের, এই জলপাইয়ের আঁটিটি তিনি কতদিন মুখে রেখে দিতে পারবেন?" জয়দেব বাবু বলেন, 'বোনের হাতের জলপাইয়ের চাটনি যখন এত পছন্দ তখন এই জলপাইয়ের বীজ তিনি রেখে দেবেন মুখে'। কিন্তু কতদিন? বোনের প্রশ্নের উত্তরে দাদা বলেছিলেন, "যতদিন তুই ফেলতে না বলবি।"
advertisement
তারপর থেকেই, একদিন দুদিন করে কেটেছে বেশ কয়েকটা ভাইফোঁটা। বোনকে দেওয়া কথা রাখতে দাদা মুখ থেকে ফেলেননি জলপাইয়ের ওই আঁটি। বোন মাঝে মাঝেই দাদার কাছে এসে দেখতে চাইতেন মুখে আছে কিনা ওই বীজটি। এক সময় কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান জয়দেব বাবু। কিন্তু যেহেতু বোন বিষয়টি নিয়ে উৎসাহ প্রকাশ করে, তাই মুখ থেকে ফেলেননি ওই বীজ।
advertisement
মুখে জলপাইয়ের আঁটি নিয়েই ৩৬৫ দিন করে পেরিয়ে গিয়েছে অনেক বছর। ২০১২ সালের ২৪ শে জানুয়ারি বোন অগ্নিবীণা আত্মহত্যা করেন। বোনের স্মৃতি ধরে রাখতে আজও মুখে রেখে দিয়েছেন জলপাইয়ের আঁটি। জয়দেব বাবু জানান, বোনের এই স্মৃতি নিয়েই বাঁচতে চাই বাকি জীবনটা। খাওয়া ঘুম দাঁত মাজা দিনে রাতে কোন সময়ই তিনি বীজ বের করেন না মুখ থেকে।
advertisement
প্রথম প্রথম বীজ মুখে রাখার ফলে কেটে যেত মুখের ভেতরে অংশ। তবে এখন অভ্যাস হয়ে গিয়েছে। বাজার হাট করা থেকে বাইরে বেরোলেই, এলাকার বহু মানুষ তার মুখে রাখা এই বোনের স্মৃতি দেখতে চান প্রায় প্রতিদিনই। দাদাও বোনের স্মৃতি স্বরূপ মুখে রাখা জলপাইয়ের আঁটি দেখাতে দ্বিধাবোধ করেন না বিন্দুমাত্র। ভাইফোঁটার দিন এভাবেই বোনের স্মৃতি আগলে এক দাদা ২৬ বছর ধরে মুখে রেখে দিয়েছেন জলপাইয়ের আঁটি।