IAS, IPS তৈরি করেন তিনি...! 'রাজনীতির' ময়দানে ডাহা ফেল, তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ওঝা স্যার'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Awadh Ojha: IAS, IPS বানান! বিএ, এমএ, এলএলবি, এমফিল, পিএইচডি ডিগ্রি তাঁর ঝুলিতে, 'রাজনীতির' ময়দানে কী ফল করলেন 'UPSC-র কোচিং দেওয়া ওঝা স্যার?
দিল্লি নির্বাচনের ফলাফল ২০২৫ : সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য তরুণদের শিক্ষা দেন, উদ্বুদ্ধ করেন তিনি। অথচ রাজনীতির পাঠশালায় এসে সম্পূর্ণ ব্যর্থ। আম আদমি পার্টির (Awadh Ojha AAP) টিকিটে পদপদগঞ্জ বিধানসভা আসন থেকে রাজনীতিতে প্রবেশ করেন অবোধ ওঝা। এই আসনে গণনার সবকটি রাউন্ডের শেষে দেখা গেল বিজেপির রবীন্দ্র সিং নেগি ২৮০৭২ ভোটে জয়ী হয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অবোধ ওঝার জীবন: ওঝা উত্তর প্রদেশের বাসিন্দাঅবোধ ওঝা মূলত উত্তর প্রদেশের গোন্ডার বাসিন্দা। অবোধ ওঝার পুরো নাম অবোধ প্রতাপ ওঝা, কিন্তু ইউপিএসসির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি 'ওঝা স্যার' নামেই পরিচিত। ওঝা স্যার গত ২২ বছর ধরে ইউপিএসসি এবং অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তরুণদের প্রস্তুত করে চলেছেন তাঁর কোচিং সেন্টারে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও লক্ষাধিক।
advertisement
অবোধ ওঝার জীবন: জমি বিক্রি করে UPSC-র জন্য প্রস্তুতি নিয়েছিলেন অবোধ।১৯৮৪ সালের ৩ জুলাই জন্ম। অবোধ ওঝার বাবা প্রসাদ ওঝা পেশায় একজন পোস্টমাস্টার ছিলেন। কিন্তু বরাবরই তিনি পড়াশোনার প্রতি অত্যন্ত সচেতন ছিলেন। অবোধের বাবা তাঁর ৫ একর জমি বিক্রি করে প্রথমে তাঁর স্ত্রীকে শিক্ষিত করে তোলেন এবং তাঁকে আইনজীবী বানান। এর পর তিনি অবোধ ওঝাকে পড়াশোনার জন্য দিল্লি পাঠান।
advertisement
ছেলের পড়াশোনার জন্য অর্থের জোগাড় করতে রীতিমতো বেগ পেতে হয় তাঁকে। বিক্রি করতে হয়েছিল জমি। এরপর অবোধ ওঝা ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু মেইন পরীক্ষায় পাশ করতে পারেননি অবোধ। এরপর তিনি এলাহাবাদের একটি কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন। ইউপিএসসি ক্র্যাক করতে না পারলে কী হবে, অবধ ওঝার ডিগ্রির বহর শুনলে চমকে যাবেন আপনিও। বিএ, এমএ, এলএলবি, এমফিল, পিএইচডি করেছেন বর্তমান এই আপ নেতা।