Home » Photo » national » Two wives arrested for killing husband: দুই স্ত্রী মিলে স্বামীকে খুনের চক্রান্ত, ১৫ লক্ষ টাকার সুপারি! দিল্লির ঘটনায় হতবাক পুলিশও
Two wives arrested for killing husband: দুই স্ত্রী মিলে স্বামীকে খুনের চক্রান্ত, ১৫ লক্ষ টাকার সুপারি! দিল্লির ঘটনায় হতবাক পুলিশও
পুলিশি জেরায় আসল ঘটনা স্বীকার করে সঞ্জীব কুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী৷ পুলিশ জানতে পারে, মৃতের দুই পক্ষের স্ত্রীর মধ্যে যথেষ্ট ভাল পরিচয় ছিল৷
দিল্লিতে এক সরকারি পরিবহণ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃতের দুই স্ত্রী মিলেই সঞ্জীব কুমার নামে ওই পরিবহণ কর্মীকে খুনের চক্রান্ত করা হয়েছিল৷ প্রতীকী ছবি৷
2/ 9
কয়েকদিন আগে ওই পরিবহণকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল৷ এই ঘটনার তদন্তে নেমে মৃতের প্রথম পক্ষের স্ত্রী, বর্তমান স্ত্রী এবং কন্যাকে গ্রেফতার করে পুলিশ৷ প্রতীকী চিত্র
3/ 9
জানা গিয়েছে, ধৃত তিনজনের মধ্যে রয়েছে মৃতের প্রথম পক্ষের স্ত্রী গীতা (৫৪), তার মেয়ে কোমল (২১) এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী নাজমা (২৮)৷ প্রতীকী ছবি
4/ 9
তদন্তে আরও জানা গিয়েছে, মৃতের প্রাক্তন এবং বর্তমান স্ত্রী মিলে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তিকে হত্যার জন্য একজন শার্প শ্যুটারকে ভাড়া করেছিল৷ Photo- Representative
5/ 9
ঘটনার দিন, দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশের কাছে সে দাবি করে, বাইকে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জীব কুমার৷ যদিও গুলি লাগার বিষয়টি গোপন করে যায় মৃতের স্ত্রী৷ প্রতীকী ছবি৷
6/ 9
পরে পুলিশি জেরায় আসল ঘটনা স্বীকার করে সঞ্জীব কুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী৷ পুলিশ জানতে পারে, মৃতের দুই পক্ষের স্ত্রীর মধ্যে যথেষ্ট ভাল পরিচয় ছিল৷ যদিও প্রথমে পক্ষের স্ত্রী, ছেলে এবং দুই মেয়েকে অন্যত্র রাখতেন সঞ্জীব৷ Photo- Representative
7/ 9
যদিও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে সঞ্জীব কুমার দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ৷ এই কথা সঞ্জীবের প্রথম পক্ষের স্ত্রীকে জানিয়েছিল তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী৷ এর পরেই খুনের চক্রান্ত করে তারা৷ (প্রতীকী ছবি)
8/ 9
জানা গিয়েছে, দ্বিতীয় পক্ষের স্ত্রী নাজমাই তার এক খুড়তুতো ভাইয়ের সাহায্য নিয়ে এক শার্প শ্যুটারকে ভাড়া করে৷ সঞ্জীবকে মারার জন্য ১৫ লক্ষ টাকায় ওই শার্প শ্যুটারের সঙ্গে রফা হয়৷ প্রতীকী ছবি
9/ 9
এর পর সঞ্জীবের বাইকের নম্বর প্লেটের ছবি তুলে ওই শার্প শ্যুটারকে পাঠায় দ্বিতীয় পক্ষের স্ত্রী নাজমা৷ পরে সেই ছবি মোবাইল থেেক ডিলিট করে দেয় সে৷ এই তথ্য পুলিশের হাতে আসার পরই তাদের সন্দেহ আরও দৃঢ় হয়৷ প্রতীকী ছবি