2/ 5


এমনিতেই পর্যটকদের পছন্দের তালিকায় রাজগীর উপরের দিকেই থাকে! এবার নতুন পাওনা পাহাড়ের খাদের উপর গ্লাস স্কাইওয়াক ব্রিজ। ২০২১-এর শুরুতেই অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের স্বাগত জানাতে এক্কেবারে প্রস্তুত এই ব্রিজ।
3/ 5


চিনের ঝিয়ানঝাউ প্রদেশে গ্লাস ব্রিজ মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। ৪৩০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া। বিহারের নালন্দায় অবস্থিত এই ব্রিজ ততটা উঁচু না হলেও যথেষ্ট রোমাঞ্চকর!
4/ 5


গ্লাস ব্রিজের আশেপাশে সাফারি পার্ক, আয়ুর্বেদ পার্ক গড়ে তোলার কাজও শুরু হয়েছে। থাকবে রোপওয়ে ও জু সাফারির বন্দোবস্তও।