২০১৯-এ পুজোর ছুটি কত দিনের? দেখে নিন গোটা বছরের ক্যালেন্ডার

Last Updated:
1/6
• ২০১৮ ছিল ছুটির জন্য আদর্শ বছর ৷ কিন্তু ২০১৯-এ লম্বা ছুটির পরিমাণ গেল কমে ৷ তাই বেড়ানোর প্ল্যান করার আগে দেখে নিন এ বছরের ক্যালেন্ডার ৷
• ২০১৮ ছিল ছুটির জন্য আদর্শ বছর ৷ কিন্তু ২০১৯-এ লম্বা ছুটির পরিমাণ গেল কমে ৷ তাই বেড়ানোর প্ল্যান করার আগে দেখে নিন এ বছরের ক্যালেন্ডার ৷
advertisement
2/6
• যেখানে ২০১৮ সালে ১৬টা লম্বা ছুটি সহ সপ্তাহ পেয়েছিলেন, সেখানে নতুন বছরে রয়েছে মাত্র ১০টি।
• যেখানে ২০১৮ সালে ১৬টা লম্বা ছুটি সহ সপ্তাহ পেয়েছিলেন, সেখানে নতুন বছরে রয়েছে মাত্র ১০টি।
advertisement
3/6
• জানুয়ারি মাসে ১২, ১৩, ১৪ একটি টানা ছুটি রয়েছে ৷ কারণ সোমবার ১৪ তারিখ মকরসংক্রান্তি বা পোঙ্গল ৷ ফেব্রুয়ারিতে কোনও অতিরিক্ত ছুটি নেই ৷ মার্চ মাসে ৪ তারিখ সোমবার শিবরাত্রির ছুটি রয়েছে ৷ তারপর ২০ ও ২১ রয়েছে দোল এবং হলির ছুটি ৷ মাঝে শুধু ২২ তারিখটা ছুটি নিয়ে নিলেই পরের ২৩, ২৪ আবার শনি-রবিবার ৷
• জানুয়ারি মাসে ১২, ১৩, ১৪ একটি টানা ছুটি রয়েছে ৷ কারণ সোমবার ১৪ তারিখ মকরসংক্রান্তি বা পোঙ্গল ৷ ফেব্রুয়ারিতে কোনও অতিরিক্ত ছুটি নেই ৷ মার্চ মাসে ৪ তারিখ সোমবার শিবরাত্রির ছুটি রয়েছে ৷ তারপর ২০ ও ২১ রয়েছে দোল এবং হলির ছুটি ৷ মাঝে শুধু ২২ তারিখটা ছুটি নিয়ে নিলেই পরের ২৩, ২৪ আবার শনি-রবিবার ৷
advertisement
4/6
• এপ্রিল মাসে ১৭ তারিখ মহাবীর জয়ন্তী বুধবার ৷ আবার ১৯ তারিখ গুড ফ্রাইডে ৷ তাই মাঝের ১৮ তারিখ কোনওভাবে ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে লম্বা ছুটি ৷ মে মাসে কোনও অতিরিক্ত ছুটি নেই ৷ জুন মাসের ৫ তারিখ, বুধবার ইদ ৷ এছাড়া আর কোনও ছুটি নেই ৷
• এপ্রিল মাসে ১৭ তারিখ মহাবীর জয়ন্তী বুধবার ৷ আবার ১৯ তারিখ গুড ফ্রাইডে ৷ তাই মাঝের ১৮ তারিখ কোনওভাবে ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে লম্বা ছুটি ৷ মে মাসে কোনও অতিরিক্ত ছুটি নেই ৷ জুন মাসের ৫ তারিখ, বুধবার ইদ ৷ এছাড়া আর কোনও ছুটি নেই ৷
advertisement
5/6
• জুলাই মাসও খুবই দুঃখের ৷ কোনও ছুটি নেই ৷ অগস্ট মাসের ১২ তারিখ, সোমবার ইদ-উল-আধা ৷ এরপর ১৫ তারিখ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস ও রাখি ৷ এই দু’টি মিলিয়ে লম্বা ছুটির প্ল্যান করতে পারেন ৷ সেপ্টেম্বর মাসের ২ তারিখ, সোমবার গণেশ চতুর্থী ৷ এরপর ১০ এবং ১১ তারিখে রয়েছে মহরম ও ওনাম ৷
• জুলাই মাসও খুবই দুঃখের ৷ কোনও ছুটি নেই ৷ অগস্ট মাসের ১২ তারিখ, সোমবার ইদ-উল-আধা ৷ এরপর ১৫ তারিখ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস ও রাখি ৷ এই দু’টি মিলিয়ে লম্বা ছুটির প্ল্যান করতে পারেন ৷ সেপ্টেম্বর মাসের ২ তারিখ, সোমবার গণেশ চতুর্থী ৷ এরপর ১০ এবং ১১ তারিখে রয়েছে মহরম ও ওনাম ৷
advertisement
6/6
• অক্টোবর ২, বুধবার গান্ধী জয়ন্তী ৷ ৩ তারিখ পঞ্চমী, ৮ তারিখ মঙ্গলবার দশমী ৷ ২৫ অক্টোবর, শুক্রবার ধনতেরাস, ২৬ তারিখ কালি পুজো, ২৯ তারিখ, মঙ্গলবার ভাইফোঁটা ৷ ১২ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ৷ এছাড়া আর কোনও ছুটি নেই এ মাসে ৷ ২৫ ডিসেম্বর, বুধবার বড়দিন ৷
• অক্টোবর ২, বুধবার গান্ধী জয়ন্তী ৷ ৩ তারিখ পঞ্চমী, ৮ তারিখ মঙ্গলবার দশমী ৷ ২৫ অক্টোবর, শুক্রবার ধনতেরাস, ২৬ তারিখ কালি পুজো, ২৯ তারিখ, মঙ্গলবার ভাইফোঁটা ৷ ১২ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ৷ এছাড়া আর কোনও ছুটি নেই এ মাসে ৷ ২৫ ডিসেম্বর, বুধবার বড়দিন ৷
advertisement
advertisement
advertisement