Svamitva scheme| E Property Card: লক্ষ লক্ষ পরিবারে এনে দেবে সুখ-সমৃদ্ধি! কেন্দ্রের মোদি সরকারের স্বামীত্ব যোজনা, Property কার্ড কীভাবে পাবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Svamitva scheme| E Property Card: স্বামীত্ব যোজনা প্রকল্পে প্রায় ২২ লক্ষ পরিবারের E প্রোপার্টি কার্ড তৈরি হয়ে গিয়েছে।
গ্রামীন এলাকায় সম্পত্তির মালিকানা (property ownership in rural areas) দিতে নতুন স্বামীত্ব যোজনা প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে (Narendra Modi) এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। ২০১৪-র থেকে ২০১৯-এ কেন্দ্রে আসন সংখ্যা বাড়িয়েছে বিজেপি (BJP) । এবার পাখির চোখ, ২০২৪। সেই লক্ষ্যে চলছে কাজ।
advertisement
প্রধানমন্ত্রী স্বামীত্ব যোজনার কাজ শুরু হয়ে গিয়েছে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যগুলিতে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, পঞ্জাবের কিছু গ্রামে এই প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। এই রাজ্যগুলিতে প্রায় ২২ লক্ষ পরিবারের কাছে প্রোপার্টি কার্ড তৈরি হয়ে গিয়েছে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনের ভিডিও কনফারেন্স বলেন, এই স্বামীত্ব প্রকল্প, গ্রামীন এলাকায় সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করতে এবার সর্বভারতীয় পর্যায়ে লাগু করা হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রোপার্টি কার্ড গ্রামীণ উন্নয়নে ভাল বাস্তুতন্ত্র গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরও বলেছেন, গ্রামের ছোট কৃষকদের স্বনির্ভর করতে সবরকমের চেষ্টা করেছে সরকার। এদিনের অনুষ্ঠানে অন্যপ্রান্তে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী এদিন এইসব পরিবারগুলিতে ই-প্রেপার্টি কার্ড বিলি করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, যখন ড্রোনের মাধ্যমে সার্ভে করা হচ্ছিল তখন তাঁরা (গ্রামবাসীরা) কী মনে করেছিলেন। কেউ কেউ উত্তর দেন, এটা হল মিনি হেলিকপ্টার, যা নজরদারিতে ব্যবহার করা হচ্ছে।
advertisement
স্বামীত্ব যোজনা প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পে গ্রামীণ এলাকায় বসবাসকারীদের উপকার হবে। প্রধানমন্ত্রী একইসঙ্গে বলেন, গ্রামবাসীরা ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে তাঁদের জীবনধারণের মানও উন্নতি হবে। এর আগে মোদি সরকারের তরফে গ্রামোন্নয়নে মহিলাদের স্বনির্ভরের প্রকল্পও নেওয়া হয়েছে। রয়েছে সংসদ আদর্শ গ্রাম যোজনাও। পাশাপাশি ই শ্রম পোর্টালও কাজ করছে। ফাইল ছবি ৷