ঘূর্ণিঝড় ‘গাজা’র প্রভাবে শুরু হয়েছে তুমুল বৃষ্টি

Last Updated:
1/5
• আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিলই যে আজ বুধবার নাগাদ তামিললাড়ুর বুকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গাজা’ ৷
• আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিলই যে আজ বুধবার নাগাদ তামিললাড়ুর বুকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গাজা’ ৷
advertisement
2/5
• আজ ভোর থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ৷
• আজ ভোর থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ৷
advertisement
3/5
• হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ‘গাজা’ ৷ তবে আজ নয়, আগামিকাল বৃহস্পতিবারই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ৷
• হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ‘গাজা’ ৷ তবে আজ নয়, আগামিকাল বৃহস্পতিবারই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ৷
advertisement
4/5
• তবে, তার আগেই বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টির জেরে অসুবিধার সৃষ্টি হয়েছে ৷ কুড্ডালোর, নাগাপট্টিনম, তিরুভারুর, থাঞ্জাভউর, পুদুকোটাই, তুতিকোরিন এবং রামানাথাপুরমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে ৷
• তবে, তার আগেই বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টির জেরে অসুবিধার সৃষ্টি হয়েছে ৷ কুড্ডালোর, নাগাপট্টিনম, তিরুভারুর, থাঞ্জাভউর, পুদুকোটাই, তুতিকোরিন এবং রামানাথাপুরমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
5/5
• এরই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
• এরই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement