চাকরিকালীন 'লিঙ্গ পরিবর্তনে' বিশেষ সুবিধা, মিলছে সবেতন ছুটি ও আর্থিক সাহায্যও
Last Updated:
advertisement
advertisement
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ সেখানেই জানানো হয়েছে যে দা রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের এক কর্মী লিঙ্গ পরিবর্তনের জন্য চাকরি ছেড়ে দেবেন ভেবেছিলেন ৷ কারণ সেক্স চেঞ্জে অপরেশনে অনেকগুলি ধাপ রয়েছে সঙ্গে অনেকদিন ধরেই চলে এর শারীরিক ধকল ৷ এছাড়াও লিঙ্গ পরিবর্তনের পর তার প্রতি মানুষের ব্যবহারও বদলাবে ৷ তাই তিনি পুরনো চাকরি থেকে ইস্তফাই দেওয়ার কথাই ভেবেছিলেন তিনি ৷ কিন্তু... Photo Courtesy: Reuters
advertisement
তার সংস্থা তাতে বাধা দেয় ৷ তারাই জানিয়ে দেয় যে এমন ভাবার কোন প্রয়োজনই নেই ৷ নিজের কর্মীদের এব্যাপারে সম্পূর্ণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংস্থা ৷ ঘোষণা করা হয় যে লিঙ্গ পরিবর্তন করলে তার জন্যও ধার্য হবে সবেতন ছুটি ৷ সঙ্গে সেই সব ব্যক্তিরা যাতে সসম্মানে চাকরি করতে পারেন তারও আশ্বাস দেবে সংস্থা ৷ Photo Courtesy: Reuters
advertisement
এছাড়াও দা রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের কর্মীদের দত্তক নেওয়া বা সেরোগেসির জন্যও ছুটি ধার্য করেছেন ৷ ভারতে এরাই প্রথম সংস্থা যারা এই বিশেষ কারণগুলির জন্য ছুটি দেওয়া চালু করেছে ৷ এর পাশাপাশি টেক মহিন্দ্রাও সমকামী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য এই সব সুবিধা চালু করতে চলেছে ৷ Photo Courtesy: Reuters









