চাঞ্চল্যকর পরিস্থিতি ! প্রবল তুষারধসে নিহত জওয়ান, চোখের জলে স্বামীকে বিদায় স্ত্রীর, নিঁখোজ ৫

Last Updated:
1/5
হিমাচল প্রদেশের কিন্নর জেলায় তুষারধসে ৬ জওয়ানের দেহ চাপা পড়েছে । ইতিমধ্যেই একটি দেহ উদ্ধার করা হয়েছে । এখনও চলছে উদ্ধারকাজ ।
হিমাচল প্রদেশের কিন্নর জেলায় তুষারধসে ৬ জওয়ানের দেহ চাপা পড়েছে । ইতিমধ্যেই একটি দেহ উদ্ধার করা হয়েছে । এখনও চলছে উদ্ধারকাজ ।
advertisement
2/5
ভারত-তিব্বত-চিন সীমান্তে বুধবার এই তুষারধসে এক জওয়ানের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জওয়ান । এখনও নিঁখোজ পাঁচ জওয়ান । তাঁদের সন্ধানে সার্চ অপারেশন জারি রয়েছে ।
ভারত-তিব্বত-চিন সীমান্তে বুধবার এই তুষারধসে এক জওয়ানের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জওয়ান । এখনও নিঁখোজ পাঁচ জওয়ান । তাঁদের সন্ধানে সার্চ অপারেশন জারি রয়েছে ।
advertisement
3/5
বৃহস্পতিবার থেকেই নিঁখোজদের সন্ধানে চলছে সার্চ অপারেশন।
বৃহস্পতিবার থেকেই নিঁখোজদের সন্ধানে চলছে সার্চ অপারেশন।
advertisement
4/5
দূর্ঘটনায় নিহত হয়েছেন ঘুমারপুর গ্রামের রাকেশ কুমার । তুষারধসের সময় তিনি ওই অঞ্চলে টহল দিচ্ছিলেন। বাবা-মার একমাত্র সন্তান ছিলেন রাকেশ ।
দূর্ঘটনায় নিহত হয়েছেন ঘুমারপুর গ্রামের রাকেশ কুমার । তুষারধসের সময় তিনি ওই অঞ্চলে টহল দিচ্ছিলেন। বাবা-মার একমাত্র সন্তান ছিলেন রাকেশ ।
advertisement
5/5
এছাড়াও রাকেশের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও সন্তান। তিব্বত সীমান্তে টহলদারির দায়িত্বে ছিলেন মোট ১১ জন জওয়ান ।
এছাড়াও রাকেশের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও সন্তান। তিব্বত সীমান্তে টহলদারির দায়িত্বে ছিলেন মোট ১১ জন জওয়ান ।
advertisement
advertisement
advertisement