রাসবিহারি অ্যাভেনিউতে রমরমিয়ে চলছিল মধুচক্র, গ্রেফতার ৫ মহিলা-সহ ১০Last Updated:June 27, 2019 8:46 AM ISTFollow us on Google News1/4রাসবিহারি অ্যাভেনিউতে মধুচক্র। গ্রেফতার ৫ মহিলা-সহ মোট ১০ জন। 228A রাসবিহারী অ্যাভেনিউ এই ঠিকানায় মধুচক্র চলত। advertisement2/4বাড়ির তিনতলায় একটি ডেভেলপারের অফিস রয়েছে। চারতলায় ছেলেমেয়েদের আনাগোনা ছিল। advertisement3/4বুধবার সন্ধে সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে গড়িয়াহাট থানার পুলিশ তল্লাশি চালায়। advertisement4/4রাতেই ধৃতদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে।