একটি ইঁদুর ধরতে ২২ হাজার টাকা খরচ করে ভারতীয় রেল !
Last Updated:
এই হিসেব অনুযায়ী, প্রত্যেক ইঁদুর ধরতে প্রায় ২২৩৪৪ টাকা খরচ হয়েছে ৷
ভারতীয় রেলের যে কোনও স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আমরা প্রায় সকলেই ট্র্যাকের উপরে প্রচুর ইঁদুর দেখতে পেয়েছি ৷ ইঁদুরের উৎপাতে জেরবার ভারতীয় রেল ৷ কিন্তু আপনি কী জানেন এই উৎপাত থেকে বাঁচতে একটি রেল ডিভিশনকে সরকার প্রত্যেক ইঁদুরের উপর খরচা করছে প্রায় ২২৩০০ টাকা ৷ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি ৷ সম্প্রতি একটি RTI এর মাধ্যমে এই তথ্য সামনে এসেছে ৷ জানা গিয়েছে ইঁদুর ধরার জন্য এই বিপুল অঙ্কের টাকা খরচ করা হচ্ছে ৷
advertisement
RTI-র জবাবে চেন্নাই ডিভিশন অফিস জানিয়েছে গত কয়েকদিন ধরেই ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে ৷ রেলওয়ে স্টেশন এবং তার কোচিং সেন্টারেও ইঁদুরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে ৷ তবে তাদের থেকে রেহাই পাওয়ার তাজও চলছে জোর কদমে ৷ ১৭ জুলাই RTI এর মাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে তাতে জানা গিয়েছে তাতে প্রায় সকলেই চমকে উঠেছে ৷ ডিভিশনের তরফে জানানো হয়েছে মে ২০১৬ থেকে এপ্রিল ২০১৯ পর্যন্ত প্রায় ৫.৮৯ কোটি টাকা খরচ করা হয়েছে ৷
advertisement
advertisement