করোনা আবহে ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রতিবছরের থেকে এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের দিকে আরও বেশি উৎসুক্য নিয়ে তাকিয়েছিল গোটা দেশ ৷ লক্ষ্য ছিল করোনা ভ্যাকসিন নিয়ে ঘোষণায় ৷ প্রধানমন্ত্রীর গোটা ভাষণে একাধিক বড় ঘোষণা ছাড়াও বেশ উল্লেখযোগ্য কয়েকটি জিনিস এদিন নজরে এল ৷ ভাষণের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শব্দ এদিন প্রধানমন্ত্রীর মুখে এক বা দুই বার নয় শোনা গেল বারবার ৷
গত কয়েক মাসে মহামারীর সঙ্গে মোকাবিলায় বার্তা দিতে একাধিকবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য রেখেছেন মোদি ৷ মহামারী আবহে তীব্রভাবে ক্ষতিগ্রস্থ হওয়া দেশের অর্থনীতিকে বাঁচিয়ে তুলতে ভারতবাসীদের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখিয়েছেন ৷ লক্ষ্য করে দেখা গিয়েছে এদিন স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী সবথেকে বেশি বার উচ্চারণ করেছেন আত্মনির্ভর ও সিটিজেন শব্দটি ৷ হিসেব বলছে প্রায় ৩৬ বার গোটা বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছে আত্মনির্ভর ৷ এখানেই শেষ নয় রয়েছে বক্তব্যে বার বার ঘুরে ফিরে এসেছে আরও কিছু আর্কষণীয় শব্দ ৷
করোনা ভাইরাস সংক্রমণের কারণে বদলে গিয়েছে গোটা পৃথিবীর জীবন ৷ করোনা আবহে বদলে গিয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও ৷ সেই করোনা ভাইরাসের উল্লেখ তো প্রধানমন্ত্রী তাঁর ভাষণে করবেনই তা সকলের জানা ৷ কিন্তু এই অতিমারির উল্লেখ গোটা ভাষণে প্রায় ২৫ বার করেছেন নরেন্দ্র মোদি ৷ প্রায় ২৫ বার তাঁর মুখে শোনা গিয়েছে ‘করোনা ভাইরাস’
একাধিক স্তরের নিরাপত্তা৷ সামাজিক দূরত্ব৷ লালকেল্লা ঘিরে রেখেছিল ৪ হাজার নিরাপত্তারক্ষী৷ এছাড়াও ক্রমাগত ড্রোনের নজরদারি৷ ৩০০ ক্যামেরা ইনস্টল করা হয় লালকেল্লা চত্বরে৷ ৭টা ১৮ মিনিটে তিনি লালকেল্লায় পৌঁছন ৷ পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, করোনা যুদ্ধে ভারত জিতবেই৷ দেশ আত্মবিশ্বাসী ৷