ভারতে ওমিক্রনে (Omicron In India) আক্রান্তের সংখ্যা বাড়ল। রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪৫ জন। সম্প্রতি গুজরাতের এক ব্যক্তি ইংল্যান্ড থেকে ফিরেছেন। তাঁর শরীরে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এছাড়াও এক নাবালকের শরীরেও ওমিক্রন পাওয়া গিয়েছে। প্রতীকী ছবি।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১১ টি রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) নতুন এই ভ্যারিয়েন্ট (Omicron In India) দেখা গিয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১২ জন। প্রতীকী ছবি।
শনিবার মহারাষ্ট্র নতুন করে ৮ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তেলেজ্ঞানা আক্রান্তের সংখ্যা ৮ থেকে বেড়ে হয়েছে ২০ জন। গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের খবর আসে ২ ডিসেম্বর। কর্নাটকে প্রথম এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। প্রতীকী ছবি।