Rath Yatra 2020| পুরীতে রথযাত্রা নিয়ে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট, সেবায়েতদের হচ্ছে ইমিউনিটি বুস্টার ওষুধ
কাঠের রথে ভাস্কর্যের কাজও চলছে পুরোদমে৷ করোনা ভাইরাসের জন্য এ বছর পুরীতে রথযাত্রা স্থগিত রাখার জন্য বেশ কয়েকটি আবেদন জমা পড়ে ওডিশা হাইকোর্টে৷ রথযাত্রা না বন্ধ করার আবেদন জানিয়েও বেশি কয়েকটি পিটিশন জমা পড়ে৷


আগামী ২৩ জুন রথযাত্রা৷ করোনা পরিস্থিতিতে এ বছর পুরীর রথযাত্রা দেখার জন্য ভক্ত বা পর্যটকদের অনুমতি দেওয়া হয়নি৷ এর মধ্যেই তিনটি রথের চাকা তৈরির কাজ রথযাত্রার আগে শেষ করতে দিনরাত এক করে পরিশ্রম করছেন কাঠশিল্পী সেবায়েতরা৷


কাঠের রথে ভাস্কর্যের কাজও চলছে পুরোদমে৷ করোনা ভাইরাসের জন্য এ বছর পুরীতে রথযাত্রা স্থগিত রাখার জন্য বেশ কয়েকটি আবেদন জমা পড়ে ওডিশা হাইকোর্টে৷ রথযাত্রা না বন্ধ করার আবেদন জানিয়েও বেশি কয়েকটি পিটিশন জমা পড়ে৷


শুনানি শেষে হাইকোর্ট জানিয়েছে, রথযাত্রা নিয়ে সিদ্ধান্তের বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের উপর ছেড়ে দিয়েছে৷ হাইকোর্ট জানিয়েছে, পুরীতে রথযাত্রা এ বছর হবে কি না, তা করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত দেখে সিদ্ধান্ত নেবে সরকার৷


স্নানযাত্রার বিষয়ে বলতে গেলে, স্নানযাত্রার যাবতীয় ধর্মীয় আচার চলছে৷ এই সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রার শরীর খারাপ থাকে৷ রীতি অনুযায়ী, তাঁদের সাদা ফুল দিয়ে পুজো করা হয়৷


কিন্তু সরকারকে উদ্বেগে রাখছে সেবায়েতরা৷ সেবায়েতরা যাতে কোনও ভাবেই করোনা আক্রান্ত না হন, তার জন্য তাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ দেওয়া হয়েছে৷