Jagannath Temple Devdasi: জগন্নাথ দেবের শেষ 'বিবাহিত স্ত্রী' পরশণির দেবদাসীর মৃত্যু হল ৯০ বছরে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শ্রী জগন্নাথ দেবকেই তাদের 'স্বামী' হিসাবে গ্রহণ করতেন এরা(Devdasi in Jagannath Temple)৷
advertisement
advertisement
*কারা এই দেবদাসী? দেবদাসীরা জগন্নাথ দেবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরা সারাজীবন অবিবাহিত থাকতেন এবং শ্রী জগন্নাথ দেবকেই তাদের 'স্বামী' হিসাবে গ্রহণ করতেন। ১৯৫৫ সালে, একটি আইনের মাধ্যমে ওড়িশা সরকার রাজপরিবারের কাছ থেকে মন্দিরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। এরপরে ধীরে ধীরে মন্দিরে দেবদাসী ব্যবস্থাটি শেষ হয়। (Photo Collected)
advertisement
*জগন্নাথ মন্দিরে দুই ধরণের দেবদাসী থাকত, একদল নৃত্যশিল্পী ও অন্যদল গায়িকা। অর্থাৎ এরা মন্দিরে নাচ-গানের মাধ্যমে প্রভুর সেবা করতেন৷ পরশমণি ছিলেন গায়িকা দেবদাসী। প্রভু ঘুমন্ত অবস্থায় তিনি ভক্তিমূলক গানগুলি গাইতেন। পরশমণিকে কুণ্ডনমণি দেবদাসী দত্তক নিয়েছিলেন। মাত্র সাত বছর বয়সে পরশমণির দেবদাসী প্রশিক্ষণ শুরু হয়। তারপর থেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত ছিলেন তিনি৷
advertisement