Sikkim Snowfall: বরফের চাদরে মুড়ল ছাঙ্গু লেক, বছরের শুরুতেই মরশুমের প্রথম তুষারপাত, খুশিতে ভাসছে পর্যটকরা

Last Updated:
Sikkim Snowfall: বছরের শুরুতেই প্রকৃতির অপূর্ব রূপে ধরা দিল সিকিম। ভারত–চীন সীমান্ত সংলগ্ন ছাঙ্গু লেক ও বাবা মন্দির এলাকায় শুরু হয়েছে তুষারপাত। প্রায় ১২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে শনিবার দুপুরের পর থেকেই ঝিরঝিরে বরফ পড়তে শুরু করে।
1/5
*সিকিম: বছরের শুরুতেই প্রকৃতির অপূর্ব রূপে ধরা দিল সিকিম। ভারত–চিন সীমান্ত সংলগ্ন ছাঙ্গুলেক (ত্সোমগো লেক) ও বাবা মন্দির এলাকায় শুরু হয়েছে তুষারপাত। প্রায় ১২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে শনিবার দুপুরের পর থেকেই ঝিরঝিরে বরফ পড়তে শুরু করে, যা মুহূর্তেই পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
*সিকিম: বছরের শুরুতেই প্রকৃতির অপূর্ব রূপে ধরা দিল সিকিম। ভারত–চিন সীমান্ত সংলগ্ন ছাঙ্গুলেক (ত্সোমগো লেক) ও বাবা মন্দির এলাকায় শুরু হয়েছে তুষারপাত। প্রায় ১২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে শনিবার দুপুরের পর থেকেই ঝিরঝিরে বরফ পড়তে শুরু করে, যা মুহূর্তেই পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
advertisement
2/5
*উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম রিজিয়নে গত কয়েকদিন ধরেই অনুকূল আবহাওয়া বজায় ছিল। তারই মাঝে ছাঙ্গুলেকে তুষারপাত শুরু হওয়ায় পর্যটন মরশুম আরও দীর্ঘায়িত হবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে জানুয়ারি মাস জুড়ে পর্যটকদের আগমন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
*উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম রিজিয়নে গত কয়েকদিন ধরেই অনুকূল আবহাওয়া বজায় ছিল। তারই মাঝে ছাঙ্গুলেকে তুষারপাত শুরু হওয়ায় পর্যটন মরশুম আরও দীর্ঘায়িত হবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে জানুয়ারি মাস জুড়ে পর্যটকদের আগমন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/5
*তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ছাঙ্গু লেক ও বাবা মন্দির এলাকায় ভিড় জমাতে শুরু করেন দেশ-বিদেশের পর্যটকরা। বরফে ঢাকা নীল ছাঙ্গু লেক, চারপাশে সাদা ধবধবে পাহাড় আর হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অনেকেই প্রথমবার তুষারপাত দেখার অভিজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন।
*তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ছাঙ্গু লেক ও বাবা মন্দির এলাকায় ভিড় জমাতে শুরু করেন দেশ-বিদেশের পর্যটকরা। বরফে ঢাকা নীল ছাঙ্গু লেক, চারপাশে সাদা ধবধবে পাহাড় আর হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অনেকেই প্রথমবার তুষারপাত দেখার অভিজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন।
advertisement
4/5
*পর্যটকদের একাংশ জানান, ঝিরঝিরে বরফ পড়ার মাঝে দাঁড়িয়ে প্রকৃতির এই রূপ ভাষায় প্রকাশ করা যায় না। মেঘ, পাহাড় আর তুষারের মিলনে ছাঙ্গুলেক যেন এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। ক্যামেরাবন্দি হচ্ছে একের পর এক মনোরম মুহূর্ত, যা স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন।
*পর্যটকদের একাংশ জানান, ঝিরঝিরে বরফ পড়ার মাঝে দাঁড়িয়ে প্রকৃতির এই রূপ ভাষায় প্রকাশ করা যায় না। মেঘ, পাহাড় আর তুষারের মিলনে ছাঙ্গুলেক যেন এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। ক্যামেরাবন্দি হচ্ছে একের পর এক মনোরম মুহূর্ত, যা স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন।
advertisement
5/5
*সব মিলিয়ে, বছরের শুরুতেই তুষারপাত সিকিমের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে। প্রকৃতির এই উপহার আগামী কয়েক সপ্তাহ ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
*সব মিলিয়ে, বছরের শুরুতেই তুষারপাত সিকিমের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে। প্রকৃতির এই উপহার আগামী কয়েক সপ্তাহ ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
advertisement
advertisement
advertisement