Sikkim Snowfall: বরফের চাদরে মুড়ল ছাঙ্গু লেক, বছরের শুরুতেই মরশুমের প্রথম তুষারপাত, খুশিতে ভাসছে পর্যটকরা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sikkim Snowfall: বছরের শুরুতেই প্রকৃতির অপূর্ব রূপে ধরা দিল সিকিম। ভারত–চীন সীমান্ত সংলগ্ন ছাঙ্গু লেক ও বাবা মন্দির এলাকায় শুরু হয়েছে তুষারপাত। প্রায় ১২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে শনিবার দুপুরের পর থেকেই ঝিরঝিরে বরফ পড়তে শুরু করে।
*সিকিম: বছরের শুরুতেই প্রকৃতির অপূর্ব রূপে ধরা দিল সিকিম। ভারত–চিন সীমান্ত সংলগ্ন ছাঙ্গুলেক (ত্সোমগো লেক) ও বাবা মন্দির এলাকায় শুরু হয়েছে তুষারপাত। প্রায় ১২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে শনিবার দুপুরের পর থেকেই ঝিরঝিরে বরফ পড়তে শুরু করে, যা মুহূর্তেই পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
advertisement
advertisement
*তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ছাঙ্গু লেক ও বাবা মন্দির এলাকায় ভিড় জমাতে শুরু করেন দেশ-বিদেশের পর্যটকরা। বরফে ঢাকা নীল ছাঙ্গু লেক, চারপাশে সাদা ধবধবে পাহাড় আর হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অনেকেই প্রথমবার তুষারপাত দেখার অভিজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন।
advertisement
advertisement






