Purulia News: পিকনিকের মাঠে ডিজে'র দাদাগিরি বন্ধ! মানভূমের সংস্কৃতি বাঁচাতে বুক চিতিয়ে ময়দানে নামলেন লোকশিল্পীরা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: ডিজের যুগে লোকসংস্কৃতি বাঁচাতে জঙ্গলমহলের শিল্পীদের উদ্যোগ। ঢোল, ঢমশা ও মাদলের তালে ঝুমুর, টুসু গীত গেয়ে সচেতনতার বার্তা।
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে বিখ্যাত ঝুমুরিয়া ও মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির সম্পাদক সম্পাদক গোবিন্দলাল মাহাত বলেন, প্রতি বছর এই সময়ে পুরুলিয়া জেলায় বাইরে থেকে বহু পর্যটক আসেন। পাশাপাশি জেলার মানুষও বিভিন্ন পর্যটনস্থলে ডিজে বক্স বাজিয়ে বনভোজন করেন। তার সঙ্গে অপসংস্কৃতিমূলক গানের প্রচলন জেলার লোকগানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এই কারণেই তারা ঢোল, ঢমশা ও মাদলের তালে ঝুমুর, টুসু গীত পরিবেশন করে সচেতনতার বার্তা দিয়েছেন।
advertisement
advertisement






