হাওড়া থেকে বিশেষ রুটে 'AC' কোচ চালু করল রেল...! কোন রুটে এল বড় সুখবর? কোন কোন স্টেশন দিয়ে ছুটবে ট্রেন? চমকে দেবে নাম!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: বছরের শুরুতেই বড় সুখবর রেলযাত্রীদের জন্য। হাওড়া থেকে ট্রেনে উঠলেই এবার আর প্যাঁচপ্যাঁচে গরম নয় গ্রীষ্মের মরশুমে। বিশেষ রুটে যাত্রীদের জন্য এবার এল নতুন খবর। যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মেনেই এই সিদ্ধান্ত...!
advertisement
advertisement
সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস বলতে দুটি ট্রেনকে বোঝানো হয়: ১৩০২৮ সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি (সকালবেলা সাহেবগঞ্জ থেকে ছাড়ে) এবং ১৩৪২৭ হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি (দুপুরবেলা হাওড়া থেকে ছাড়ে)। এই ট্রেন দুটি সাহেবগঞ্জ এবং হাওড়া জংশনের মধ্যে চলাচল করে, প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং প্রায় ৭ ঘণ্টা সময় নেয় ট্রেনটি। পর্যটনের জন্য বিশেষ উল্লেখযোগ্য ঝাড়খণ্ডের এই সাহেবগঞ্জ।
advertisement
তাই বিশেষ এই রুটে আজ থেকে এই এসি কোচটি যুক্ত করা হয়েছে, যা এই অত্যন্ত ব্যস্ত দিনের রুটে যাত্রীদের আরাম ও সুবিধা বৃদ্ধি করবে। দৈনিক যাত্রী, অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের মধ্যে নিরাপদ, আরও আরামদায়ক এবং সাশ্রয়ী ভ্রমণের বিকল্পের প্রতি ক্রমবর্ধমান চাহিদার প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
আজ ট্রেনটি শতভাগ যাত্রী নিয়ে চলাচল করেছে, যা নতুন চালু হওয়া এসি সিটিং সুবিধার প্রতি প্রবল চাহিদা এবং যাত্রীদের ইতিবাচক সাড়াকে প্রতিফলিত করে। আশা করা হচ্ছে, এই কোচটি যুক্ত হওয়ার ফলে সাহেবগঞ্জ–হাওড়া করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারসিটি পরিষেবা হিসেবে ট্রেনটির মর্যাদা বজায় রেখে ভ্রমণের অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
advertisement
পূর্ব রেলের মালদহ ডিভিশন যাত্রীদের সুযোগ-সুবিধা ক্রমাগত উন্নত করতে এবং জনগণের প্রত্যাশার প্রতি সক্রিয়ভাবে সাড়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিষেবা এবং সুযোগ-সুবিধার আরও উন্নতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উভয় ট্রেনই বারহারওয়া, পাকুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ব্যান্ডেল ইত্যাদির মতো স্টেশনগুলিতে থামে।
advertisement









