India Weather Update: কড়া ঠান্ডার মাঝেই ঝেঁপে বৃষ্টি! ফের কামাল দেখাতে চলেছে আবহাওয়া, চরম সতর্কতা মৌসম ভবনের

Last Updated:
India Weather Update|Delhi Weather Update|Chandigarh Weather Update|North Rajasthan Weather Update|Uttar Pradesh Weather Update|Himachal Pradesh Weather Update|Jammu-Kashmir Weather Update|Ladakh Weather Update|IMD: দেশের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে মৌসম ভবন
1/7
ফের আবহাওয়ার পটপরিবর্তন হচ্ছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে (India Meteorological Department) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানতে পারা গিয়েছে পশ্চিমী হিমালয় অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত একই সঙ্গে হতে পারে তুষারপাত ৷ প্রতীকী ছবি ৷
ফের আবহাওয়ার পটপরিবর্তন হচ্ছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে (India Meteorological Department) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানতে পারা গিয়েছে পশ্চিমী হিমালয় অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত একই সঙ্গে হতে পারে তুষারপাত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
আগামী ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত উত্তর-পশ্চিম-ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
আগামী ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত উত্তর-পশ্চিম-ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
ফলত আগামী ৪-৫ দিন কড়া ঠান্ডায় কাঁপবে ৷ একই সঙ্গে উত্তর ভারতে চলবে শৈত্যপ্রবাহ ৷ তবে রাজস্থানের বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে (Orange Alert) ৷ প্রতীকী ছবি ৷
ফলত আগামী ৪-৫ দিন কড়া ঠান্ডায় কাঁপবে ৷ একই সঙ্গে উত্তর ভারতে চলবে শৈত্যপ্রবাহ ৷ তবে রাজস্থানের বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে (Orange Alert) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
মৌসম ভবনের সূত্রে জানতে পারা গিয়েছে শনিবার ও রবিবার জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir), লাদাখ (Ladakh), গিলগিট বালটিস্তান (Gilgit-Baltistan), মুজফ্ফরবাদের বিভিন্ন এলাকায় ভরী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মৌসম ভবনের সূত্রে জানতে পারা গিয়েছে শনিবার ও রবিবার জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir), লাদাখ (Ladakh), গিলগিট বালটিস্তান (Gilgit-Baltistan), মুজফ্ফরবাদের বিভিন্ন এলাকায় ভরী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত হিমাচল প্রদেশে (Himachal Pradesh) হালকা তুষারপাত হবে ৷ উত্তর পশ্চিম সংলগ্ন মধ্য ভারতে তৎসহ আরব সাগর সংলগ্ন ট্রোপোস্ফিয়ারে (Troposphere Levels) আদ্রতা ক্রমেই জমছে এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত হিমাচল প্রদেশে (Himachal Pradesh) হালকা তুষারপাত হবে ৷ উত্তর পশ্চিম সংলগ্ন মধ্য ভারতে তৎসহ আরব সাগর সংলগ্ন ট্রোপোস্ফিয়ারে (Troposphere Levels) আদ্রতা ক্রমেই জমছে এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), চণ্ডীগড় (Chandigarh), দিল্লি (Delhi), উত্তর রাজস্থান (North Rajasthan), উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা আছে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), চণ্ডীগড় (Chandigarh), দিল্লি (Delhi), উত্তর রাজস্থান (North Rajasthan), উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
একই সঙ্গে ৯ জানুয়ারি ২০২২ থেকে ১১ জানুয়ারি ২০২২ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে ৯ জানুয়ারি ২০২২ থেকে ১১ জানুয়ারি ২০২২ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement