ভারত- চিন যুদ্ধের আবহের মধ্যে ভারতের হাতে এল দুর্ধর্ষ মারণাস্ত্র, AK-47 203 নিয়ে রাশিয়ার সঙ্গে হল চুক্তি

Last Updated:
India-Russia Ak 47 203 deal-ভারত -চিন উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই নিজের অস্ত্রভাণ্ডারকে আরও উন্নত করল ভারত৷ আসছে অত্যাধুনিক মারণাস্ত্র৷
1/8
ভারত ও রাশিয়ার মধ্যে AK-47 203 রাইফেলস নিয়ে ব্যবসায়িক চুক্তি ফাইনাল হয়ে গেল৷ তারমধ্যে দারুণ সুখবর এই সমস্ত রাইফেলস ভারতেই প্রস্তুত হবে৷ AK-47 203 এবং AK-47 এই দুই রাইফেলই -আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত ও উচ্চক্ষমতা সম্পন্ন৷ এই বন্দুক এবার ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টম অ্যাসল্ট রাইফেলের জায়গা নেবে৷
ভারত ও রাশিয়ার মধ্যে AK-47 203 রাইফেলস নিয়ে ব্যবসায়িক চুক্তি ফাইনাল হয়ে গেল৷ তারমধ্যে দারুণ সুখবর এই সমস্ত রাইফেলস ভারতেই প্রস্তুত হবে৷ AK-47 203 এবং AK-47 এই দুই রাইফেলই -আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত ও উচ্চক্ষমতা সম্পন্ন৷ এই বন্দুক এবার ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টম অ্যাসল্ট রাইফেলের জায়গা নেবে৷
advertisement
2/8
এসসিও সামিটের সময়ে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেন এই ব্যবসায়িক চুক্তিতে সিলমোহর দিয়ে দেয়৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে অংশ নেন৷ তিনি রাশিয়াতে গিয়েই এই ডিল ফাইনাল করেন৷ আগের মডেলের থেকে অনেক উন্নত এই মডেল পাশাপাষি হিমালয়ের উঁচু পার্বত্য এলাকায় এই রাইফেল অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে৷
এসসিও সামিটের সময়ে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেন এই ব্যবসায়িক চুক্তিতে সিলমোহর দিয়ে দেয়৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে অংশ নেন৷ তিনি রাশিয়াতে গিয়েই এই ডিল ফাইনাল করেন৷ আগের মডেলের থেকে অনেক উন্নত এই মডেল পাশাপাষি হিমালয়ের উঁচু পার্বত্য এলাকায় এই রাইফেল অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে৷
advertisement
3/8
উত্তর পূর্ব রাজ্য থেকে লাদাখ এই বিস্তৃত সীমান্ত চিনের সঙ্গে রয়েছে ভারতের৷ তারমধ্যে দু পক্ষের সেনাদের মধ্য সাম্প্রতিক উত্তেজনার জেরে অশান্তির পরিস্থিতি৷ এই পরিস্থিতি আগ্নেয়াস্ত্রের এই ডিল খুবই গুরুত্বপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল৷ ভারতীয় সেনার মধ্যে INSAS ব্যবহার করে ১৯৯৬ সাল থেকে৷ হিমালয়ের উচ্চতায় জ্যামিং আর ম্যাগাজিন ক্র্যাক হয়ে যেত৷
উত্তর পূর্ব রাজ্য থেকে লাদাখ এই বিস্তৃত সীমান্ত চিনের সঙ্গে রয়েছে ভারতের৷ তারমধ্যে দু পক্ষের সেনাদের মধ্য সাম্প্রতিক উত্তেজনার জেরে অশান্তির পরিস্থিতি৷ এই পরিস্থিতি আগ্নেয়াস্ত্রের এই ডিল খুবই গুরুত্বপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল৷ ভারতীয় সেনার মধ্যে INSAS ব্যবহার করে ১৯৯৬ সাল থেকে৷ হিমালয়ের উচ্চতায় জ্যামিং আর ম্যাগাজিন ক্র্যাক হয়ে যেত৷
advertisement
4/8
রাশিয়ার সরকারি মিডিয়া অনুসারে ভারতীয় সেনা প্রায় ৭ লক্ষেরও বেশি এই নতুন আগ্নেয়াস্ত্র প্রয়োজন৷ এরমধ্যে মাত্র ১ লক্ষ রাশিয়া থেকে আসবে আর বাকি সব ভারতেই তৈরি হবে৷
রাশিয়ার সরকারি মিডিয়া অনুসারে ভারতীয় সেনা প্রায় ৭ লক্ষেরও বেশি এই নতুন আগ্নেয়াস্ত্র প্রয়োজন৷ এরমধ্যে মাত্র ১ লক্ষ রাশিয়া থেকে আসবে আর বাকি সব ভারতেই তৈরি হবে৷
advertisement
5/8
রাশিয়ার স্পুটনিক নিউজ অনুযায়ি ভারতীয় সেনার ৭.৭ লক্ষ রাইফেল প্রয়োজন৷ রাইফেল ভারতে ইন্দো-রাশিয়া রাইফেল্স প্রাইভেট লিমিটেড (IRRPL) -র সংযুক্ত অপরেশন -র সৌজন্যে হবে৷ এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও কালাস্নিকভ কংসর্ন ও রোসোবোরোনএক্সপোর্টের মধ্যে এই এই ডিল হয়েছে৷
রাশিয়ার স্পুটনিক নিউজ অনুযায়ি ভারতীয় সেনার ৭.৭ লক্ষ রাইফেল প্রয়োজন৷ রাইফেল ভারতে ইন্দো-রাশিয়া রাইফেল্স প্রাইভেট লিমিটেড (IRRPL) -র সংযুক্ত অপরেশন -র সৌজন্যে হবে৷ এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও কালাস্নিকভ কংসর্ন ও রোসোবোরোনএক্সপোর্টের মধ্যে এই এই ডিল হয়েছে৷
advertisement
6/8
এতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ৫০ শতাংশ অংশিদারিত্ব থাকবে৷ রাশিয়ার কালাস্নিকভের ৪২ শতাংশ ও সরকারি এক্সপোর্ট এজেন্সি রোসোবোরোনএক্সপোর্টের৭.৫ শতাংশ অংশিদারিত্ব থাকছে৷ ৭.৬২×৩৯ এমএম রাইফেল উত্তরপ্রদেশের আমেঠি-র অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রস্তুত হচ্ছে৷ এই ফ্যাক্টরির উদ্বোধন গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছিলেন৷
এতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ৫০ শতাংশ অংশিদারিত্ব থাকবে৷ রাশিয়ার কালাস্নিকভের ৪২ শতাংশ ও সরকারি এক্সপোর্ট এজেন্সি রোসোবোরোনএক্সপোর্টের৭.৫ শতাংশ অংশিদারিত্ব থাকছে৷ ৭.৬২×৩৯ এমএম রাইফেল উত্তরপ্রদেশের আমেঠি-র অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রস্তুত হচ্ছে৷ এই ফ্যাক্টরির উদ্বোধন গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছিলেন৷
advertisement
7/8
এই রাইফেল থেকে এক মিনিটে ৬০০ গুলি বেরোয়৷ আর এক সেকেন্ডে ১০ টি গুলি বেরোয়৷ এটা অটোমেটিক ও সেমি অটোমেটিক দুটি মোডেই ব্যবহার করা যায়৷ এর রেঞ্জ ৪০০ মিটার অবধি৷ এই বন্দুক লোড করার পর এর ওজন হবে ৪ কেজি৷
এই রাইফেল থেকে এক মিনিটে ৬০০ গুলি বেরোয়৷ আর এক সেকেন্ডে ১০ টি গুলি বেরোয়৷ এটা অটোমেটিক ও সেমি অটোমেটিক দুটি মোডেই ব্যবহার করা যায়৷ এর রেঞ্জ ৪০০ মিটার অবধি৷ এই বন্দুক লোড করার পর এর ওজন হবে ৪ কেজি৷
advertisement
8/8
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বুধবারই রাশিয়ার মস্কোতে পৌঁছন৷ ভারতের মিসাইল এস ৪০০ - পাওয়ার কথা রাশিয়ার থেকে৷ এর প্রথম কনসাইনমেন্ট আসার কথা ২০২১ সালে৷
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বুধবারই রাশিয়ার মস্কোতে পৌঁছন৷ ভারতের মিসাইল এস ৪০০ - পাওয়ার কথা রাশিয়ার থেকে৷ এর প্রথম কনসাইনমেন্ট আসার কথা ২০২১ সালে৷
advertisement
advertisement
advertisement