Weather Forecast: প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা সহ একাধিক রাজ্য,সতর্কতা জারি IMD-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) বলছে প্রবল বৃষ্টিতে ফের ভাসবে...
দেশের বিভিন্ন অংশে মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টি হতে চলেছে এমন আবহাওয়ার সতর্কতা (weather alert) জারি করেছে IMD৷ মৌসমবিভাগ জানিয়েছে দেশের বেশিরভাগ অংশে মৌসুমী (Monsoon) বায়ুর প্রভাবে বৃষ্টি (Rain) প্রবল বেশি হচ্ছে৷ এরইমধ্যে আরও একবার মৌসুম বিভাগ জানিয়েছে আগামী চারদিনে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ আইএমডি জানিয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের উপ হিমালয় ক্ষেত্রে ১১-১২ অগাস্ট প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ নিম্নচাপ বলয় তৈরি হয়েছে পার্বত্য এলাকায়৷ Photo-File
advertisement
আইএমডি বলেছে মেঘালয়ের অধিকাংশ এলাকায় অত্যাধিক বৃষ্টি হচ্ছে৷ সেখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে এই সময়ে প্রচুর বৃষ্টি হবে৷ হিমাচল প্রদেশ. বিহার, পূর্ব রাজস্থান , পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়. কেরল , মাহে, ও অরুণাচল প্রদেশের বেশির ভাগ অংশ প্রবল বৃষ্টি হবে৷ Photo-File
advertisement
advertisement
বঙ্গোপসাগরের খাঁড়িতে দক্ষিণ পশ্চিম বা দক্ষিণী হাওয়ার কারণে ১১ অগাস্ট থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে৷ আইএমডি জানিয়েছে ১১ ও১২ অগাস্ট আলাদা আলাদা এলাকায় মুষলাধার বৃষ্টি হবে৷ আগামী ৪-৫ দিনে উত্তরাখণ্ড,উত্তরপ্রদেশের উত্তর অংশে, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের গঙ্গা অববাহিকায় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo-File
advertisement







