জমজমাট বিয়ে থেকে রং-রঙিন রোকা, আম্বানি পরিবারের কিছু অনুষ্ঠানের ঝলক, দেখুন

Last Updated:
বৃহস্পতিবার রোকা সম্পন্ন হল মুকেশ এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের।
1/8
বৃহস্পতিবার রোকা সম্পন্ন হল মুকেশ এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের।
বৃহস্পতিবার রোকা সম্পন্ন হল মুকেশ এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের।
advertisement
2/8
আম্বানি পরিবারের তরফে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজির মন্দিরে। ঐতিহ্য মেনে গুজরাতি রীতিতে অনন্ত-রাধিকার বাগদান সম্পন্ন হয়।
আম্বানি পরিবারের তরফে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজির মন্দিরে। ঐতিহ্য মেনে গুজরাতি রীতিতে অনন্ত-রাধিকার বাগদান সম্পন্ন হয়।
advertisement
3/8
জমজ সন্তানকে নিয়ে বাড়ি ফিরছেন ইশা আম্বানি, আনন্দ পরিমল।
জমজ সন্তানকে নিয়ে বাড়ি ফিরছেন ইশা আম্বানি, আনন্দ পরিমল।
advertisement
4/8
ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় কন্যা রাধিকা তাঁর ভারতনাট্যম নৃত্য-প্রতিভা প্রথম বার দর্শকদের সামনে তুলে ধরলেন জুন মাসে । এই অনুষ্ঠান আয়োজনের মূল কর্ণধার ছিল আম্বানি এবং মার্চেন্ট পরিবার।
ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় কন্যা রাধিকা তাঁর ভারতনাট্যম নৃত্য-প্রতিভা প্রথম বার দর্শকদের সামনে তুলে ধরলেন জুন মাসে । এই অনুষ্ঠান আয়োজনের মূল কর্ণধার ছিল আম্বানি এবং মার্চেন্ট পরিবার।
advertisement
5/8
২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দিলেন আকাশ ও শ্লোক আম্বানি
২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দিলেন আকাশ ও শ্লোক আম্বানি
advertisement
6/8
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও সেন্টারে সাতপাকে বাঁধা পড়েন আকাশ আম্বানি ও শ্লোক মেহতা
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও সেন্টারে সাতপাকে বাঁধা পড়েন আকাশ আম্বানি ও শ্লোক মেহতা
advertisement
7/8
২০১৮ সালে সাআতপাকে বাধা পড়েন ইশা আম্বানি ও আনন্দ পরিমল
২০১৮ সালে সাআতপাকে বাধা পড়েন ইশা আম্বানি ও আনন্দ পরিমল
advertisement
8/8
নিজের বিয়েতে মা নীতা আম্বানির বিয়ের লেহেঙ্গা পরেছিলেন ইশা
নিজের বিয়েতে মা নীতা আম্বানির বিয়ের লেহেঙ্গা পরেছিলেন ইশা
advertisement
advertisement
advertisement