Extra Marital Affair: বউমার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় শ্বশুর, সেই দৃশ্য দেখে ফেলল ছেলে, তার পরের ঘটনা 'ক্রাইম থ্রিলার'কেও হার মানাবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল শ্বশুরের। তা জেনে ফেলার পর আর সহ্য করতে পারেনি ছেলে, মেনে নিতে পারেনি নিজের বাবাই তার এতবড় ক্ষতি করছে
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম বেদপাল। বাবার নাম ঈশ্বর। বেদপালের স্ত্রীর সঙ্গে তার বাবার একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বৌমার সঙ্গে শ্বশুরকে ঘনিষ্ঠ হতে দেখেও ফেলেছিল যুবক। প্রতিশোধ নিতে ধারাল অস্ত্রের কোপে বাবার গলা কেটে খুন করে বেদপাল। তার পর দেহ ফেলে দিল জঙ্গলে। অভিযোগ, পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল অভিযুক্ত। পরে জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
পুলিশি জেরায় বেদপাল জানিয়েছে, তার বাবা পেশায় শ্রমিক। বৌমার সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সমস্ত রোজগার তিনি তার হাতেই তুলে দিতেন। নিজের ছেলের হাতে কখনও একটা টাকাও দিতেন না। এমনকি বাবার কাছে লোন মেটানোর টাকা চেয়েছিল বেদপাল, সেই টাকাও দিতে রাজি হননি ঈশ্বর। সেই কারণেই দীর্ঘদিন ধরে বাবার উপর রাগ জমা হচ্ছিল বেদপালের।
advertisement
advertisement
বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার এন পি সিং জানিয়েছেন, 'বাসোদ গ্রামের বাসিন্দা ঈশ্বর পেশায় শ্রমিক ছিলেন। ছেলের হাতে খুন হন ঈশ্বর। শুক্রবার সন্ধ্যায় বাবার গলার নলি কেটে খুন করে ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে মৃতের ছেলে যে কী না অভিযুক্ত, সেই পুলিশকে বিভ্রান্ত করার জন্য অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।'' অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি এনপি সিংহ।
advertisement
advertisement









