Extra Marital Affair: বউমার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় শ্বশুর, সেই দৃশ্য দেখে ফেলল ছেলে, তার পরের ঘটনা 'ক্রাইম থ্রিলার'কেও হার মানাবে

Last Updated:
পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল শ্বশুরের। তা জেনে ফেলার পর আর সহ্য করতে পারেনি ছেলে, মেনে নিতে পারেনি নিজের বাবাই তার এতবড় ক্ষতি করছে
1/8
বাবার খুনের দায়ে গ্রেফতার ছেলে। ধারালো কোনও অস্ত্র দিয়ে বাবার গলা কেটে খুনের অভিযোগ খোদ ছেলের বিরুদ্ধে! খুনের পর দেহ একটি জঙ্গলে ফেলে আসে অভিযুক্ত। কিন্তু কী এমন ঘটল, যে নিজের বাবাকেই এমন নৃসংশভাবে খুব করল ছেলে? কারণটা জানলে সত্যিই চমকে যেতে হয়।
বাবার খুনের দায়ে গ্রেফতার ছেলে। ধারালো কোনও অস্ত্র দিয়ে বাবার গলা কেটে খুনের অভিযোগ খোদ ছেলের বিরুদ্ধে! খুনের পর দেহ একটি জঙ্গলে ফেলে আসে অভিযুক্ত। কিন্তু কী এমন ঘটল, যে নিজের বাবাকেই এমন নৃসংশভাবে খুব করল ছেলে? কারণটা জানলে সত্যিই চমকে যেতে হয়।
advertisement
2/8
ঘটনাটি উত্তর প্রদেশ জেলার বাগপতের। জানা যায়, পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল শ্বশুরের। তা জেনে ফেলার পর আর সহ্য করতে পারেনি ছেলে, মেনে নিতে পারেনি, নিজের বাবাই তার এতবড় ক্ষতি করছে! শেষমেশ নিজের বাবাকেই নৃশংস ভাবে খুন করল যুবক।
ঘটনাটি উত্তর প্রদেশ জেলার বাগপতের। জানা যায়, পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল শ্বশুরের। তা জেনে ফেলার পর আর সহ্য করতে পারেনি ছেলে, মেনে নিতে পারেনি নিজের বাবাই তার এতবড় ক্ষতি করছে! শেষমেশ নিজের বাবাকেই নৃশংস ভাবে খুন করল যুবক।
advertisement
3/8
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম বেদপাল। বাবার নাম ঈশ্বর। বেদপালের স্ত্রীর সঙ্গে তার বাবার একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বৌমার সঙ্গে শ্বশুরকে ঘনিষ্ঠ হতে দেখেও ফেলেছিল যুবক। প্রতিশোধ নিতে ধারাল অস্ত্রের কোপে বাবার গলা কেটে খুন করে বেদপাল। তার পর দেহ ফেলে দিল জঙ্গলে। অভিযোগ, পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল অভিযুক্ত। পরে জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম বেদপাল। বাবার নাম ঈশ্বর। বেদপালের স্ত্রীর সঙ্গে তার বাবার একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বৌমার সঙ্গে শ্বশুরকে ঘনিষ্ঠ হতে দেখেও ফেলেছিল যুবক। প্রতিশোধ নিতে ধারাল অস্ত্রের কোপে বাবার গলা কেটে খুন করে বেদপাল। তার পর দেহ ফেলে দিল জঙ্গলে। অভিযোগ, পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল অভিযুক্ত। পরে জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
4/8
পুলিশি জেরায় বেদপাল জানিয়েছে, তার বাবা পেশায় শ্রমিক। বৌমার সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সমস্ত রোজগার তিনি তার হাতেই তুলে দিতেন। নিজের ছেলের হাতে কখনও একটা টাকাও দিতেন না। এমনকি বাবার কাছে লোন মেটানোর টাকা চেয়েছিল বেদপাল, সেই টাকাও দিতে রাজি হননি ঈশ্বর। সেই কারণেই দীর্ঘদিন ধরে বাবার উপর রাগ জমা হচ্ছিল বেদপালের।
পুলিশি জেরায় বেদপাল জানিয়েছে, তার বাবা পেশায় শ্রমিক। বৌমার সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সমস্ত রোজগার তিনি তার হাতেই তুলে দিতেন। নিজের ছেলের হাতে কখনও একটা টাকাও দিতেন না। এমনকি বাবার কাছে লোন মেটানোর টাকা চেয়েছিল বেদপাল, সেই টাকাও দিতে রাজি হননি ঈশ্বর। সেই কারণেই দীর্ঘদিন ধরে বাবার উপর রাগ জমা হচ্ছিল বেদপালের।
advertisement
5/8
পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্ক জেনে ফেলার পর বাড়িতে অশান্তি করে অভিযুক্ত। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বাবার গলায় কোপ বসায় বেদপাল। তার পর বাবার দেহ পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসে। তার পর নিজেই পুলিশকে খবর দেয় এবং অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্ক জেনে ফেলার পর বাড়িতে অশান্তি করে অভিযুক্ত। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বাবার গলায় কোপ বসায় বেদপাল। তার পর বাবার দেহ পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসে। তার পর নিজেই পুলিশকে খবর দেয় এবং অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।
advertisement
6/8
বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার এন পি সিং জানিয়েছেন, 'বাসোদ গ্রামের বাসিন্দা ঈশ্বর পেশায় শ্রমিক ছিলেন। ছেলের হাতে খুন হন ঈশ্বর। শুক্রবার সন্ধ্যায় বাবার গলার নলি কেটে খুন করে ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে মৃতের ছেলে যে কী না অভিযুক্ত, সেই পুলিশকে বিভ্রান্ত করার জন্য অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।'' অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি এনপি সিংহ।
বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার এন পি সিং জানিয়েছেন, 'বাসোদ গ্রামের বাসিন্দা ঈশ্বর পেশায় শ্রমিক ছিলেন। ছেলের হাতে খুন হন ঈশ্বর। শুক্রবার সন্ধ্যায় বাবার গলার নলি কেটে খুন করে ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে মৃতের ছেলে যে কী না অভিযুক্ত, সেই পুলিশকে বিভ্রান্ত করার জন্য অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।'' অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি এনপি সিংহ।
advertisement
7/8
বেদপালের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু তাদের সন্দেহ হয় অভিযোগকারীর উপরেই। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতে সত্যিটা প্রকাশ্যে আসে।
বেদপালের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু তাদের সন্দেহ হয় অভিযোগকারীর উপরেই। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতে সত্যিটা প্রকাশ্যে আসে।
advertisement
8/8
বেদপাল জানায়, বাবার কাছে লোন শোধের টাকা চেয়েছিল, কিন্তু বাবা দেয়নি। তখনই বাবার উপর রাগ হয়েছিল। এর পর যখন নিজের স্ত্রীর সঙ্গে বাবার গোপন প্রেমের সম্পর্ক জানতে পারে, তখন আর নিজের মাথা ঠিক রাখতে পারেনি, রাগের মাথায় তাঁকে খুন করে ফেলে।
বেদপাল জানায়, বাবার কাছে লোন শোধের টাকা চেয়েছিল, কিন্তু বাবা দেয়নি। তখনই বাবার উপর রাগ হয়েছিল। এর পর যখন নিজের স্ত্রীর সঙ্গে বাবার গোপন প্রেমের সম্পর্ক জানতে পারে, তখন আর নিজের মাথা ঠিক রাখতে পারেনি, রাগের মাথায় তাঁকে খুন করে ফেলে।
advertisement
advertisement
advertisement