Doomsday Fish: সমুদ্রের 'দৈত্য' উঠে এল আবার! এবার ভারতে, এই প্রাণী দেখা দিলেই সুনামি, ভূমিকম্প হয়!

Last Updated:
Doomsday Fish- জাপানিদের ধারণা, ওরফিশ ভূমিকম্প বা সুনামির মতো দুর্যোগের পূর্বাভাস দেয়। ২০১১ সালের জাপান সুনামির আগে উপকূলে একাধিক ওরফিশ উঠে এসেছিল।
1/5
সমুদ্রের দৈত্য বলা হয় এই প্রাণীকে। দেখতে একেবারে দৈত্যাকার বটে! এতদিন এই প্রাণীর দেখা পাওয়া যেত বিদেশের কোনও উপকূলে। এবার সেই প্রাণী উঠে এল তামিলনাড়ুর উপকূলে।
সমুদ্রের দৈত্য বলা হয় এই প্রাণীকে। দেখতে একেবারে দৈত্যাকার বটে! এতদিন এই প্রাণীর দেখা পাওয়া যেত বিদেশের কোনও উপকূলে। এবার সেই প্রাণী উঠে এল তামিলনাড়ুর উপকূলে।
advertisement
2/5
বিরল সামুদ্রিক প্রাণীটির নাম 'ডুমসডে ফিশ'। প্রায় ৩০ ফিট লম্বা অতিকায় মাছ সামনে থেকে দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন! এই মাছের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই বলেন, এই মাছ যখনই দেখা দেয়, প্রাকৃতিক বিপর্যয়ের  কোনও না কোনও প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়।
বিরল সামুদ্রিক প্রাণীটির নাম 'ডুমসডে ফিশ'। প্রায় ৩০ ফিট লম্বা অতিকায় মাছ সামনে থেকে দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন! এই মাছের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই বলেন, এই মাছ যখনই দেখা দেয়, প্রাকৃতিক বিপর্যয়ের কোনও না কোনও প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়।
advertisement
3/5
'ডুমসডে ফিশ' নামের এই মাছের প্রকৃত নাম ওরফিশ। বিজ্ঞানসম্মত নাম- Regalecus glesne। এটি পৃথিবীর দীর্ঘতম কশেরুকাযুক্ত মাছ। সমুদ্রের গভীরে, প্রায় এক হাজার মিটার নিচে বসবাস এদের। এরা জলের উপরের দিকে উঠে আসে খুবই কম।
'ডুমসডে ফিশ' নামের এই মাছের প্রকৃত নাম ওরফিশ। বিজ্ঞানসম্মত নাম- Regalecus glesne। এটি পৃথিবীর দীর্ঘতম কশেরুকাযুক্ত মাছ। সমুদ্রের গভীরে, প্রায় এক হাজার মিটার নিচে বসবাস এদের। এরা জলের উপরের দিকে উঠে আসে খুবই কম।
advertisement
4/5
জাপানিদের ধারণা, ওরফিশ ভূমিকম্প বা সুনামির মতো দুর্যোগের পূর্বাভাস দেয়। ২০১১ সালের জাপান সুনামির আগে উপকূলে একাধিক ওরফিশ উঠে এসেছিল। এবার তামিলনাড়ুর উপকূলে এই মাছ দেখা দিতেই আতঙ্ক ছড়িয়েছে।
জাপানিদের ধারণা, ওরফিশ ভূমিকম্প বা সুনামির মতো দুর্যোগের পূর্বাভাস দেয়। ২০১১ সালের জাপান সুনামির আগে উপকূলে একাধিক ওরফিশ উঠে এসেছিল। এবার তামিলনাড়ুর উপকূলে এই মাছ দেখা দিতেই আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
5/5
বিশেষজ্ঞরা অবশ্য এমন কুসংস্কার মেনে নিতে নারাজ। তাঁরা বলছেন, সমুদ্রের গভীরে তাপমাত্রার পরিবর্তন অথবা অসুস্থতার জন্য অনেক সময় এই মাছ উঠে আসে। এর সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কোনও সম্পর্ক নেই।
বিশেষজ্ঞরা অবশ্য এমন কুসংস্কার মেনে নিতে নারাজ। তাঁরা বলছেন, সমুদ্রের গভীরে তাপমাত্রার পরিবর্তন অথবা অসুস্থতার জন্য অনেক সময় এই মাছ উঠে আসে। এর সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কোনও সম্পর্ক নেই।
advertisement
advertisement
advertisement