দেশে গুটখা খাওয়া মানুষের সংখ্যা অগণিত। গুটখা প্রেমীরা শহরের দেAয়ালে ও কোণায় তাঁদের ছাপ রেখে যান। কেউ কেউ যেখানে ইচ্ছা সেখানে থুতু ফেলেন। শহরের অনেক জায়গায় গুটখা, পান থুতু ফেলার কারণে দেওয়াল লাল হয়ে যায়। গুটখা প্রেমীদের অবশ্যই খেয়াল রাখা উচিত, তাঁরা কোথায় থুথু ফেলছেন! অনেক সময় ঐতিহাসিক ভবনের দেওয়ালেও গুটখার চিহ্ন দেখা যায়। ভারতে প্রতি বছর মানুষ কয়েক লাখ টন গুটখা চিবিয়ে ফেলে।