Gutkha: বছরে কয়েক টন গুটখা চিবিয়ে ফেলে ভারতের মানুষ, সামনে এল চমকে দেওয়ার মতো তথ্য

Last Updated:
Gutkha Chewing people in india; দেশের কোন রাজ্যের মানুষ সব থেকে বেশি গুটখা চিবিয়ে থুতু ফেলেন? জানেন?
1/5
দেশে গুটখা খাওয়া মানুষের সংখ্যা অগণিত। গুটখা প্রেমীরা শহরের দেAয়ালে ও কোণায় তাঁদের ছাপ রেখে যান। কেউ কেউ যেখানে ইচ্ছা সেখানে থুতু ফেলেন। শহরের অনেক জায়গায় গুটখা, পান থুতু ফেলার কারণে দেওয়াল লাল হয়ে যায়। গুটখা প্রেমীদের অবশ্যই খেয়াল রাখা উচিত, তাঁরা কোথায় থুথু ফেলছেন! অনেক সময় ঐতিহাসিক ভবনের দেওয়ালেও গুটখার চিহ্ন দেখা যায়। ভারতে প্রতি বছর মানুষ কয়েক লাখ টন গুটখা চিবিয়ে ফেলে।
দেশে গুটখা খাওয়া মানুষের সংখ্যা অগণিত। গুটখা প্রেমীরা শহরের দেAয়ালে ও কোণায় তাঁদের ছাপ রেখে যান। কেউ কেউ যেখানে ইচ্ছা সেখানে থুতু ফেলেন। শহরের অনেক জায়গায় গুটখা, পান থুতু ফেলার কারণে দেওয়াল লাল হয়ে যায়। গুটখা প্রেমীদের অবশ্যই খেয়াল রাখা উচিত, তাঁরা কোথায় থুথু ফেলছেন! অনেক সময় ঐতিহাসিক ভবনের দেওয়ালেও গুটখার চিহ্ন দেখা যায়। ভারতে প্রতি বছর মানুষ কয়েক লাখ টন গুটখা চিবিয়ে ফেলে।
advertisement
2/5
একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে গুটখা চিবিয়ে কয়েক লাখ টন থুতু ফেলে মানুষ। যারা গুটখা খায় তাদের নিয়ে এরকম অনেক রিপোর্ট বেরিয়েছে, যাতে বলা হয়েছে, ভারতের মানুষ এক বছরে ১.৫৬৪ মিলিয়ন টন গুটকা চিবিয়ে থুতু ফেলে।
একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে গুটখা চিবিয়ে কয়েক লাখ টন থুতু ফেলে মানুষ। যারা গুটখা খায় তাদের নিয়ে এরকম অনেক রিপোর্ট বেরিয়েছে, যাতে বলা হয়েছে, ভারতের মানুষ এক বছরে ১.৫৬৪ মিলিয়ন টন গুটকা চিবিয়ে থুতু ফেলে।
advertisement
3/5
ভারতে কতটা গুটখা খাওয়া হয় তা আপনি ধারণা পেতে পারছেন নিশ্চয়ই! সারা বছরে এদেশের মানুষ গুটখা চিবিয়ে যে পরিমাণ থুতু ফেলে তাতে একাধিক সুইমিং পুল ভরে যেতে পারে। অলিম্পিকসের পুলে ২.৫ মিলিয়ন লিটার জল থাকে। এমন পরিস্থিতিতে ভারতের মানুষ গুটখা থুতু দিয়ে অনেক সুইমিং পুল পূরণ করতে পারে।
ভারতে কতটা গুটখা খাওয়া হয় তা আপনি ধারণা পেতে পারছেন নিশ্চয়ই! সারা বছরে এদেশের মানুষ গুটখা চিবিয়ে যে পরিমাণ থুতু ফেলে তাতে একাধিক সুইমিং পুল ভরে যেতে পারে। অলিম্পিকসের পুলে ২.৫ মিলিয়ন লিটার জল থাকে। এমন পরিস্থিতিতে ভারতের মানুষ গুটখা থুতু দিয়ে অনেক সুইমিং পুল পূরণ করতে পারে।
advertisement
4/5
এবার আপনাদের জানানো যাক, ভারতে কোথায় সবচেয়ে বেশি গুটখা খাওয়া হয়! পিক্সেল-এ ভারতের একটি গ্রাফিক অনুসারে, উত্তর প্রদেশের লোকেরা প্রতি বছর গুটখা থুতু দিয়ে ৪৬.৩৭টি পুল পূরণ করতে পারবেন। এর পরেই রয়েছে বিহার, যেখানে মানুষ এক বছরে ২.৫ মিলিয়নের ৩১.৩৩টি পুল পূরণ করতে পারেন।
এবার আপনাদের জানানো যাক, ভারতে কোথায় সবচেয়ে বেশি গুটখা খাওয়া হয়! পিক্সেল-এ ভারতের একটি গ্রাফিক অনুসারে, উত্তর প্রদেশের লোকেরা প্রতি বছর গুটখা থুতু দিয়ে ৪৬.৩৭টি পুল পূরণ করতে পারবেন। এর পরেই রয়েছে বিহার, যেখানে মানুষ এক বছরে ২.৫ মিলিয়নের ৩১.৩৩টি পুল পূরণ করতে পারেন।
advertisement
5/5
ওড়িশার মানুষ ২৮.৩৭, বাংলার ২১.৯৪, গুজরাটের ২০.৯৮ এবং দিল্লির ১.৮ টি পুল প্রতি বছর গুটখার থুতু দিয়ে পূরণ করতে পারেন।
ওড়িশার মানুষ ২৮.৩৭, বাংলার ২১.৯৪, গুজরাটের ২০.৯৮ এবং দিল্লির ১.৮ টি পুল প্রতি বছর গুটখার থুতু দিয়ে পূরণ করতে পারেন।
advertisement
advertisement
advertisement