ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, নিসর্গ বর্তমানে মুম্বই থেকে ২০০ কিমি দূরে রয়েছে৷ ভূমিতে আছড়ে পড়তে পারে আজ দুপুরে আলিবাগের কাছে৷ আলিবাগ থেকে ১৫৫ কিমি দূরে রয়েছে ওই শক্তিশালী ঝড়টি৷
3/ 6
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপূকল দিয়ে বইবে নিসর্গ৷ ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে৷
4/ 6
উপূকূল এলাকায় জোর কদমে চলছে উদ্ধারকাজ৷ গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে৷ বিকেলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে৷
5/ 6
নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হচ্ছে৷
6/ 6
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০টি টিম মহারাষ্ট্র, গুজরাত, দাদরা-নগর হাভেলি ও দমন-দিউ-তে মোতায়েন করা হয়েছে৷ ভারতীয় সেনা, নেভি ও বায়ুসেনা উদ্ধারকাজের সরঞ্জাম ও ত্রাণ নিয়ে তৈরি৷
Nisarga Cyclone: উপকূল থেকে ঠিক কত দূরে রয়েছে নিসর্গ? জেনে নিন অবস্থান
ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, নিসর্গ বর্তমানে মুম্বই থেকে ২০০ কিমি দূরে রয়েছে৷ ভূমিতে আছড়ে পড়তে পারে আজ দুপুরে আলিবাগের কাছে৷ আলিবাগ থেকে ১৫৫ কিমি দূরে রয়েছে ওই শক্তিশালী ঝড়টি৷
Nisarga Cyclone: উপকূল থেকে ঠিক কত দূরে রয়েছে নিসর্গ? জেনে নিন অবস্থান
উপূকূল এলাকায় জোর কদমে চলছে উদ্ধারকাজ৷ গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে৷ বিকেলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে৷
Nisarga Cyclone: উপকূল থেকে ঠিক কত দূরে রয়েছে নিসর্গ? জেনে নিন অবস্থান
নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হচ্ছে৷
Nisarga Cyclone: উপকূল থেকে ঠিক কত দূরে রয়েছে নিসর্গ? জেনে নিন অবস্থান
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০টি টিম মহারাষ্ট্র, গুজরাত, দাদরা-নগর হাভেলি ও দমন-দিউ-তে মোতায়েন করা হয়েছে৷ ভারতীয় সেনা, নেভি ও বায়ুসেনা উদ্ধারকাজের সরঞ্জাম ও ত্রাণ নিয়ে তৈরি৷