Coronavirus Durga Puja : পুজোর মুখেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে চাঞ্চল্য...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Coronavirus Durga Puja : সজাগ থাকতে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধ, ভেন্টিলেটর ইত্যাদি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এন আই ডি এম।
advertisement
যেমনটা অনেক আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল, তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের ওপর। এ ব্যাপারে সজাগ থাকতে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধ, ভেন্টিলেটর ইত্যাদি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে এই বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে তেমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, অক্টোবরেই শীর্ষে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। এমনকী বড়দের মতো একই হারে এবারে আক্রান্ত হতে পারে শিশুরাও। থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগের মাঝেই প্রধানমন্ত্রীর দপ্তরে এই রিপোর্ট জমা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট বা এনআইডিএম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা গঠিত ওই কমিটির রিপোর্টে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানো হয়েছে।
advertisement
ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এন আই ডি এম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এও জানিয়েছে যে, করোনার তৃতীয় ঢেউ অক্টোবরে আছড়ে পড়লেও, শুধু শিশুদের ওপরেই তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে এমন কোনও শক্তপোক্ত প্রমাণ মেলেনি। তাই অহেতুক আতঙ্কিত হয়ে পড়ার কারণ নেই। তবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
advertisement
advertisement