যেমনটা অনেক আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল, তৃতীয় ঢেউয়ে (Covid-19 Third Wave) সবথেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের ওপর। এ ব্যাপারে সজাগ থাকতে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধ, ভেন্টিলেটর ইত্যাদি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে এই বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে তেমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতীকী ছবি
রিপোর্টে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। সেই কারণেই শিশুদের চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং হাসপাতালে যাবতীয় চিকিৎসা ব্যবস্থা মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের তৈরি থাকতে বলা হয়েছে। প্রতীকী ছবি
উল্লেখ্য, অক্টোবরেই শীর্ষে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। এমনকী বড়দের মতো একই হারে এবারে আক্রান্ত হতে পারে শিশুরাও। থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগের মাঝেই প্রধানমন্ত্রীর দপ্তরে এই রিপোর্ট জমা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট বা এনআইডিএম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা গঠিত ওই কমিটির রিপোর্টে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানো হয়েছে। প্রতীকী ছবি
ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এন আই ডি এম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এও জানিয়েছে যে, করোনার তৃতীয় ঢেউ অক্টোবরে আছড়ে পড়লেও, শুধু শিশুদের ওপরেই তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে এমন কোনও শক্তপোক্ত প্রমাণ মেলেনি। তাই অহেতুক আতঙ্কিত হয়ে পড়ার কারণ নেই। তবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। প্রতীকী ছবি