'তাহলে কমিশনের গাফিলতি হাতেনাতে ধরব...' এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় ঘটনা! ঝড় তুলে দিলেন কপিল সিবাল! বিচারপতিরা যা জানিয়ে দিলেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bihar SIR: সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর-এ কোন কোন নথি বিবেচনা করা হবে, তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো নথি রাখা হয়নি।
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন। যদিও এ বিষয়ে এখনও কোনও নির্দেশ দেওয়া হয়নি। মঙ্গলবার আবার এই মামলা শুনানিতে আবেদনকারীদের উদ্দেশ্যে বড় বার্তা দিল শীর্ষ আদালত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরই মধ্যে, বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইস্যুতে মঙ্গলবার সংসদ উত্তাল করেছে তৃণমূল। সকালে বৃষ্টি উপেক্ষা করে সংসদ ভবনের মকর দ্বারের সামনে পোস্টার হাতে প্রতিবাদে শামিল হন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, নাদিমুল হক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো জোড়াফুলের সাংসদরা। সংসদের অন্দরেও জারি থাকে প্রতিবাদ। দলীয় সূত্রে জানা গিয়েছে, যতক্ষণ পর্যন্ত না সরকার সংসদে এসআইআর ইস্যুতে আলোচনায় রাজি হবে, ততদিন চলবে প্রতিবাদ।