লকডাউনে ৩ মাস দেখা হয়নি, বিমান চালু হতেই একা মায়ের কাছে পৌঁছল ৫ বছরের খুদে

Last Updated:
এও তো রবীন্দ্রনাথের ‘বীরপুরুষ’-র থেকে কোনও অংশে কম সাহসিকতার ছেলে নয়
1/5
আকাশে উড়ান ডানা মেলতেই এ যেন এক স্বপূরণের গল্প ৷ ৫ বছরের ছেলে একাই পাড়ি দিল কয়েক হাজার কিলোমিটার পথ৷ এ যেন সেলুলয়েডে দেখা সিনেমার গল্প ৷ কিন্তু এটা গল্প হলেও সত্যি ৷Photo- (Rep photo: PTI)
আকাশে উড়ান ডানা মেলতেই এ যেন এক স্বপূরণের গল্প ৷ ৫ বছরের ছেলে একাই পাড়ি দিল কয়েক হাজার কিলোমিটার পথ৷ এ যেন সেলুলয়েডে দেখা সিনেমার গল্প ৷ কিন্তু এটা গল্প হলেও সত্যি ৷Photo- (Rep photo: PTI)
advertisement
2/5
পাঁচ বছরের শিশু লকডাউনের জেরে আটকে ছিল নয়া দিল্লিতে ৷ আর তিনমাস পর দিল্লি -বেঙ্গালুরু প্রথম বিমান চালু হতেই শিশুটি একা এত কিলোমিটার বিমান সফর করে পোঁছল তাঁর মায়ের কাছে ৷ Photo Courtesy-ANI/Twitter
পাঁচ বছরের শিশু লকডাউনের জেরে আটকে ছিল নয়া দিল্লিতে ৷ আর তিনমাস পর দিল্লি -বেঙ্গালুরু প্রথম বিমান চালু হতেই শিশুটি একা এত কিলোমিটার বিমান সফর করে পোঁছল তাঁর মায়ের কাছে ৷ Photo Courtesy-ANI/Twitter
advertisement
3/5
বিমানবন্দরে ছেলেকে তিনমাস বাদে দেখতে পেয়ে দারুণ খুশি তাঁর মাও৷ স্পেশাল ক্যাটাগরি প্যাসেঞ্জার এই ট্যাগ নিয়ে এতটা পথ একাই পাড়ি দিয়েছে খুদে ৷ Photo Courtesy-ANI/Twitter
বিমানবন্দরে ছেলেকে তিনমাস বাদে দেখতে পেয়ে দারুণ খুশি তাঁর মাও৷ স্পেশাল ক্যাটাগরি প্যাসেঞ্জার এই ট্যাগ নিয়ে এতটা পথ একাই পাড়ি দিয়েছে খুদে ৷ Photo Courtesy-ANI/Twitter
advertisement
4/5
মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান , ‘আমার পাঁচ বছরের ছেলে বিহান শর্মা দিল্লি থেকে একা এসেছে ৷ তিনমাস বাদে আমার ওর সঙ্গে দেখা হল ৷’Photo Courtesy-ANI/Twitter
মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান , ‘আমার পাঁচ বছরের ছেলে বিহান শর্মা দিল্লি থেকে একা এসেছে ৷ তিনমাস বাদে আমার ওর সঙ্গে দেখা হল ৷’Photo Courtesy-ANI/Twitter
advertisement
5/5
আসলে করোনা ভাইরাস অতিমারির জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পর্বে পর্বে লকডাউন চলছে ৷ আর এরই জেরে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আটকে ছিলেন ৷ এরকমভাবেই মায়ের কাছে ফিরল তাঁর কোল আলো করা খুদে ৷ Photo Courtesy-ANI/Twitter
আসলে করোনা ভাইরাস অতিমারির জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পর্বে পর্বে লকডাউন চলছে ৷ আর এরই জেরে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আটকে ছিলেন ৷ এরকমভাবেই মায়ের কাছে ফিরল তাঁর কোল আলো করা খুদে ৷ Photo Courtesy-ANI/Twitter
advertisement
advertisement
advertisement