Murshidabad News: ঝুলন যাত্রা উপলক্ষে মেতে উঠেছে নশিপুর রাজবাড়ি, দেখুন ছবি

Last Updated:
কোভিডের কারণে দীর্ঘ দু'বছর মেলা বন্ধ থাকলেও এবছর মেলা ও ঝুলন উৎসবে সামিল সকলে।
1/8
দীর্ঘ দু'বছর পর ঝুলন উৎসব পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার নশিপুর রাজবাড়ীতে। মুর্শিদাবাদ শহরের অদুরেই অবস্থিত নশিপুর গ্রাম। রাজা দেবী সিংহের নির্মিত নশিপুর প্রাসাদ। রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন। নবাবি আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যে সব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের অন্যতম রাজা দেবী সিংহ। (কৌশিক অধিকারী)
দীর্ঘ দু'বছর পর ঝুলন উৎসব পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার নশিপুর রাজবাড়ীতে। মুর্শিদাবাদ শহরের অদুরেই অবস্থিত নশিপুর গ্রাম। রাজা দেবী সিংহের নির্মিত নশিপুর প্রাসাদ। রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন। নবাবি আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যে সব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের অন্যতম রাজা দেবী সিংহ। (কৌশিক অধিকারী)
advertisement
2/8
১৭৫৬ সালে রাজা দেবী সিংহ উত্তর ভারতের পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন ব্যবসা করতে। ব্রিটিশদের আনুগত্য লাভ করে তিনি ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ শুরু করেন। ব্রিটিশ অনুগত দেবী সিংহ ধীরে ধীরে সাধারণ ট্যাক্স কালেক্টর থেকে হেড কালেক্টর হয়েছিলেন। এইভাবেই পরবর্তীতে একসময় ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি পেয়ে বাংলায় থেকে যান এবং নশিপুর রাজবাড়ি স্থাপন করেন। (কৌশিক অধিকারী)
১৭৫৬ সালে রাজা দেবী সিংহ উত্তর ভারতের পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন ব্যবসা করতে। ব্রিটিশদের আনুগত্য লাভ করে তিনি ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ শুরু করেন। ব্রিটিশ অনুগত দেবী সিংহ ধীরে ধীরে সাধারণ ট্যাক্স কালেক্টর থেকে হেড কালেক্টর হয়েছিলেন। এইভাবেই পরবর্তীতে একসময় ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি পেয়ে বাংলায় থেকে যান এবং নশিপুর রাজবাড়ি স্থাপন করেন। (কৌশিক অধিকারী)
advertisement
3/8
ভাগীরথী নদীর পূর্ব দিকে নশিপুর রাজবাড়ির কাছে এখানে নশিপুর আখড়া রয়েছে। এটি ছিল রামানুজ সম্প্রদায়ের সাধুদের আস্তানা বা আখড়া। সাধুদের মধ্যে যিনি চিরকুমার থাকতেন, তিনিই হতেন সেই আখড়ার সেবায়েত। (কৌশিক অধিকারী)
ভাগীরথী নদীর পূর্ব দিকে নশিপুর রাজবাড়ির কাছে এখানে নশিপুর আখড়া রয়েছে। এটি ছিল রামানুজ সম্প্রদায়ের সাধুদের আস্তানা বা আখড়া। সাধুদের মধ্যে যিনি চিরকুমার থাকতেন, তিনিই হতেন সেই আখড়ার সেবায়েত। (কৌশিক অধিকারী)
advertisement
4/8
একসময় নশিপুর রাজবাড়িতে দোল দুর্গোৎসব সব উৎসবই পালিত হত সাড়ম্বরে। আগেকার রমরমা না থাকলেও এখনও ঝুলন যাত্রা উপলক্ষে বেশ বড় মেলা হয় এবং যাত্রাপালা বসে। কোভিডের কারণে দীর্ঘ দু'বছর মেলা বন্ধ থাকলেও এবছর কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই মেলা ও ঝুলন উৎসবে সামিল হবেন এলাকার বাসিন্দারা। নশিপুর রাজবাড়ির মন্দির, নাটমন্দির, রাজবাড়ী মিলে মোট আয়তন ছিল প্রায় ২০ বিঘা। (কৌশিক অধিকারী)
একসময় নশিপুর রাজবাড়িতে দোল দুর্গোৎসব সব উৎসবই পালিত হত সাড়ম্বরে। আগেকার রমরমা না থাকলেও এখনও ঝুলন যাত্রা উপলক্ষে বেশ বড় মেলা হয় এবং যাত্রাপালা বসে। কোভিডের কারণে দীর্ঘ দু'বছর মেলা বন্ধ থাকলেও এবছর কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই মেলা ও ঝুলন উৎসবে সামিল হবেন এলাকার বাসিন্দারা। নশিপুর রাজবাড়ির মন্দির, নাটমন্দির, রাজবাড়ী মিলে মোট আয়তন ছিল প্রায় ২০ বিঘা। (কৌশিক অধিকারী)
advertisement
5/8
রাজবাড়ীতে ৭০টি ঘর সম্বলিত অন্দরমহল ছিল। কিন্তু স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলোপ হয়ে যাওয়ায় উত্তরসূরীদের পক্ষে আর প্রাসাদ সংস্কার করা সম্ভব পর হয় নি। ফলে কালের নিয়মে ওই বিশাল অন্দরমহল আজ প্রায় কিছুই নেই। অবশিষ্ট রাজপ্রাসাদ ও মন্দির বাঁচাতে উত্তরসূরীরা নশিপুরেরই পাঁচ যুবককে সম্পত্তির শতকরা ৮০ ভাগ ৬০ বছরের লিজে দেওয়া হয়েছে। বাকি ২০ ভাগ রাজপরিবারের হাতেই রয়েছে। (কৌশিক অধিকারী)
রাজবাড়ীতে ৭০টি ঘর সম্বলিত অন্দরমহল ছিল। কিন্তু স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলোপ হয়ে যাওয়ায় উত্তরসূরীদের পক্ষে আর প্রাসাদ সংস্কার করা সম্ভব পর হয় নি। ফলে কালের নিয়মে ওই বিশাল অন্দরমহল আজ প্রায় কিছুই নেই। অবশিষ্ট রাজপ্রাসাদ ও মন্দির বাঁচাতে উত্তরসূরীরা নশিপুরেরই পাঁচ যুবককে সম্পত্তির শতকরা ৮০ ভাগ ৬০ বছরের লিজে দেওয়া হয়েছে। বাকি ২০ ভাগ রাজপরিবারের হাতেই রয়েছে। (কৌশিক অধিকারী)
advertisement
6/8
সোমবার থেকে ঝুলন উৎসব শুরু করে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে ঝুলনযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব। বর্তমানে শহরাঞ্চলে এই উৎসবের রেশ ক্ষীণ হয়ে আসলেও গ্রামাঞ্চলে বাংলার এই ঐতিহ্য এখনও টিকে রয়েছে। (কৌশিক অধিকারী)
সোমবার থেকে ঝুলন উৎসব শুরু করে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে ঝুলনযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব। বর্তমানে শহরাঞ্চলে এই উৎসবের রেশ ক্ষীণ হয়ে আসলেও গ্রামাঞ্চলে বাংলার এই ঐতিহ্য এখনও টিকে রয়েছে। (কৌশিক অধিকারী)
advertisement
7/8
শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শুরু হয়ে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনযাত্রা হয়। ঝুলনের অর্থ দোলনা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য দোলনা সাজানো হয়। আর সেই দোলনায় থাকেন শ্রীকৃষ্ণ ও রাধা। (কৌশিক অধিকারী)
শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শুরু হয়ে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনযাত্রা হয়। ঝুলনের অর্থ দোলনা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য দোলনা সাজানো হয়। আর সেই দোলনায় থাকেন শ্রীকৃষ্ণ ও রাধা। (কৌশিক অধিকারী)
advertisement
8/8
২০২২ সালের ঝুলন উৎসবের নির্ঘন্টঃ ২০২২ সালের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে বাংলার ২১ শ্রাবণ ১৪২৯ সাল, ইংরেজি ৭ অগাষ্ট ২০২২ রবিবার দিন শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ। বাংলার বৃহস্পতিবার ২৫ শ্রাবণ ১৪২৯, ইংরেজি ১১ অগাষ্ট ২০২২ বৃহস্পতিবার শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেববিহিত ঝুলনযাত্রা সমাপন। শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশিপালন। প্রদোষে রাত্রি ৬।১১ গতে ৭।৪৭ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত। রাত্রিতে শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেববিহিত ঝুলনযাত্রা সমাপন। (কৌশিক অধিকারী)
২০২২ সালের ঝুলন উৎসবের নির্ঘন্টঃ ২০২২ সালের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে বাংলার ২১ শ্রাবণ ১৪২৯ সাল, ইংরেজি ৭ অগাষ্ট ২০২২ রবিবার দিন শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ। বাংলার বৃহস্পতিবার ২৫ শ্রাবণ ১৪২৯, ইংরেজি ১১ অগাষ্ট ২০২২ বৃহস্পতিবার শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেববিহিত ঝুলনযাত্রা সমাপন। শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশিপালন। প্রদোষে রাত্রি ৬।১১ গতে ৭।৪৭ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত। রাত্রিতে শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেববিহিত ঝুলনযাত্রা সমাপন। (কৌশিক অধিকারী)
advertisement
advertisement
advertisement