Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় আপনিই হবেন 'মধ্যমণি', হাতে রাখুন মাত্র ১০ মিনিট, আপনার থেকে চোখ সরবে না, গ্যারান্টি!

Last Updated:
Saraswati Puja 2026: পুজোর দিনে রূপসজ্জা নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। সবার মাঝে নিজেকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলতে চান প্রত্যেকে, তবে তার মাঝে সময়ের দিকেও নজর রাখতে হয়। সবকিছুর মুশকিল আসান আছে।
1/9
সাজগোজ আর মহিলারা পারস্পরিক সমার্থক। যে কোনও অনুষ্ঠানে পছন্দের শাড়ি তার সঙ্গে ম্যাচিং গয়না এবং সঙ্গে মেকআপ তো চাই ই চাই মহিলাদের।
যে কোনও অনুষ্ঠানে পছন্দের শাড়ি তার সঙ্গে ম্যাচিং গয়না এবং সঙ্গে মেকআপ তো চাই ই চাই মহিলাদের।
advertisement
2/9
শুক্রবার সরস্বতী পুজো, সেই কাউন্টডাউন শুরু করেছেন সকলে। আর সরস্বতী পুজোর দিন কীভাবে খুব অল্প সময়ে নিজেকে নতুন লুকে সাজিয়ে তুলতে পারবেন, তা দেখিয়ে দিলেন চিত্রা দত্ত।
শুক্রবার সরস্বতী পুজো, সেই কাউন্টডাউন শুরু হয়েছে। আর সরস্বতী পুজোর দিন কীভাবে খুব অল্প সময়ে নিজেকে নতুন লুকে সাজিয়ে তুলতে পারবেন, তা দেখিয়ে দিলেন চিত্রা দত্ত।
advertisement
3/9
ঘরে থাকা সামান্য সাজগোজের উপকরণ দিয়ে অনায়াসেই নিজেকে তৈরি করে ফেলতে পারবেন, তা জানিয়ে দিলেন তিনি৷ প্রয়োজন নেই পার্লার কিংবা বিউটি স্টুডিওতে যাওয়া। কীভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া যাবে সরস্বতী পুজোর লুকে, দেখে নিন।
ঘরে থাকা সামান্য সাজগোজের উপকরণ দিয়ে অনায়াসেই নিজেকে তৈরি করে ফেলতে পারবেন, তা জানিয়ে দিলেন তিনি৷ প্রয়োজন নেই পার্লারে যাওয়ার। কীভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া যাবে সরস্বতী পুজোর লুকে, দেখে নিন।
advertisement
4/9
মেয়েরা শাড়ি পরে ঘুরতে যেতে পছন্দ করেন, সঙ্গে হালকা মেকআপ লুক। কিন্তু সেই মেকআপ করতে গেলে বিভিন্ন বিউটি স্টুডিও কিংবা পার্লারে বেশ লাইন দিতে হয় কিংবা গুনতে হয় গাঁটের কড়িও।
মেয়েরা শাড়ি পরে ঘুরতে যেতে পছন্দ করেন, সঙ্গে হালকা মেকআপ লুক। কিন্তু সেই মেকআপ করতে গেলে বিভিন্ন পার্লারে বেশ লাইন দিতে হয় কিংবা গুনতে হয় গাঁটের কড়িও।
advertisement
5/9
কিন্তু বাড়িতে থাকা প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্লাসার-হাইলাইটার, কাজল, লিপস্টিকে সেজে উঠতে পারবেন আপনি।
কিন্তু বাড়িতে থাকা প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্লাসার-হাইলাইটার, কাজল, লিপস্টিকে সেজে উঠতে পারবেন আপনি।
advertisement
6/9
সরস্বতী পুজোর দিনে শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন হালকা মেকআপে। প্রথমেই ফেস ওয়াশ করে নিতে হবে এরপর কোল্ড ক্রিম বা মশ্চারাইজার মুখে মেখে নিতে হবে।
সরস্বতী পুজোর দিনে শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন হালকা মেকআপে। প্রথমেই ফেসওয়াশ করে নিতে হবে এরপর কোল্ড ক্রিম বা মশ্চারাইজার মুখে মেখে নিতে হবে।
advertisement
7/9
এরপর একে একে প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, কনসিলার, ব্লাশার, কাজল, আইলাইনার, লিপস্টিকের সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন।
এরপর একে একে প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, কনসিলার, ব্লাশার, কাজল, আইলাইনার, লিপস্টিকের সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন।
advertisement
8/9
পুজোর দিনে রূপসজ্জা নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। সবার মাঝে নিজেকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলতে চান প্রত্যেকে, তবে তার মাঝে সময়ের দিকেও নজর রাখতে হয়। সবকিছুর মুশকিল আসান আছে।
পুজোর দিনে রূপসজ্জা নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। সবার মাঝে নিজেকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলতে চান প্রত্যেকে, তবে তার মাঝে সময়ের দিকেও নজর রাখতে হয়। সবকিছুর মুশকিল আসান আছে।
advertisement
9/9
সময় বাঁচিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এখন সাজগোজ করা যাবে। মাত্র ৫ মিনিটের মধ্যেই রূপসজ্জার বিউটি টিপস দিলেন বিউটিশিয়ান চিত্রা দত্ত। এভাবে সেজে অন্যরকম লুকে বেরিয়ে তাক লাগাতে পারবেন অন্যকে।
সময় বাঁচিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এখন সাজগোজ করা যাবে। মাত্র ৫ মিনিটের মধ্যেই রূপসজ্জার বিউটি টিপস দিলেন বিউটিশিয়ান চিত্রা দত্ত। এভাবে সেজে অন্যরকম লুকে বেরিয়ে তাক লাগাতে পারবেন অন্যকে।
advertisement
advertisement
advertisement