Toilet Cleaning Tips: ১ টাকাও খরচ হবে না, মাত্র কয়েক টুকরো বরফেই হলুদ টয়লেট হবে ধবধবে সাদা, নোংরা জেদি দাগ নিমেষেই গায়েব

Last Updated:
Toilet Cleaning Tips: এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷
1/5
ঘর পরিস্কার করার পাশাপাশি বাড়ির বাথরুম  পরিস্কার করাও অন্যতম একটা ঝক্কির বিষয়৷ তবে ঘরের মতো বাথরুম পরিস্কার রাখাও ভীষণ জরুরি৷ কারণ বাড়ির বাথরুম পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে৷
ঘর পরিস্কার করার পাশাপাশি বাড়ির বাথরুম পরিস্কার করাও অন্যতম একটা ঝক্কির বিষয়৷ তবে ঘরের মতো বাথরুম পরিস্কার রাখাও ভীষণ জরুরি৷ কারণ বাড়ির বাথরুম পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে৷
advertisement
2/5
অনেক বাড়িতে টয়লেট সিট খুব নোংরা থাকে। এটি রোগ ছড়ানোর একটি অন্যতম বড় কারণ হতে পারে। কমোড নিয়মিত পরিষ্কার না করলে হলুদ হয়ে যায়। পরে সেগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। তবে এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷
অনেক বাড়িতে টয়লেট সিট খুব নোংরা থাকে। এটি রোগ ছড়ানোর একটি অন্যতম বড় কারণ হতে পারে। কমোড নিয়মিত পরিষ্কার না করলে হলুদ হয়ে যায়। পরে সেগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। তবে এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷
advertisement
3/5
বেশ কয়েকদিন ধরে টয়লেট পরিস্কার না করলে তাতে জেদি দাগ হয়ে যায়৷ যা পরিস্কার করা অনেক বেশি ঝক্কির৷ কিন্তু নিয়মিত টয়লেট পরিস্কার করাও অনেক সময়েই সম্ভব হয়ে ওঠে না৷ এবার বাড়িতে থাকা বরফ দিয়েই টয়লেটের হলুদ দাগ পরিস্কার করতে পারবেন খুব সহজেই৷
বেশ কয়েকদিন ধরে টয়লেট পরিস্কার না করলে তাতে জেদি দাগ হয়ে যায়৷ যা পরিস্কার করা অনেক বেশি ঝক্কির৷ কিন্তু নিয়মিত টয়লেট পরিস্কার করাও অনেক সময়েই সম্ভব হয়ে ওঠে না৷ এবার বাড়িতে থাকা বরফ দিয়েই টয়লেটের হলুদ দাগ পরিস্কার করতে পারবেন খুব সহজেই৷
advertisement
4/5
বাড়িতে থাকা বরফ ব্যবহার করেই আপনি কয়েক মিনিটের মধ্যে টয়লেট পরিষ্কার করতে পারেন। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো নিয়ে টয়লেটের রেখে দিন৷ তারপর ৩০ মিনিট ফ্লাশ করবেন না৷
বাড়িতে থাকা বরফ ব্যবহার করেই আপনি কয়েক মিনিটের মধ্যে টয়লেট পরিষ্কার করতে পারেন। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো নিয়ে টয়লেটের রেখে দিন৷ তারপর ৩০ মিনিট ফ্লাশ করবেন না৷
advertisement
5/5
বরফ দাগ তুলতে অনেকটাই কার্যকরী৷ ৩০ মিনিট পর বরফ গলে যাবে এবং তারপর টয়লেটের ফ্লাশ করে দিন৷  এতে টয়লেটের পাত্রে আটকে থাকা হলুদ দাগ দূর হবে। তারপর টয়লেট ক্লিনার লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন৷ এভাবেই বরফ দিয়ে খুব সহজেই টয়লেটের নোংরা দাগ তুলে নিতে পারবেন৷
বরফ দাগ তুলতে অনেকটাই কার্যকরী৷ ৩০ মিনিট পর বরফ গলে যাবে এবং তারপর টয়লেটের ফ্লাশ করে দিন৷ এতে টয়লেটের পাত্রে আটকে থাকা হলুদ দাগ দূর হবে। তারপর টয়লেট ক্লিনার লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন৷ এভাবেই বরফ দিয়ে খুব সহজেই টয়লেটের নোংরা দাগ তুলে নিতে পারবেন৷
advertisement
advertisement
advertisement