জানেন কেন দিওয়ালিতে প্রদীপ জ্বালাতে হয় ?
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
দিওয়ালি মানেই আলোর উৎসব ৷ গোটা শহর, গোটা দেশ আলোয় সেজে ওঠে এই উৎসবে ৷ প্রত্যেকটি ঘর সেজে ওঠে প্রদীপের আলোয় ৷ আকাশে ওড়ে ফানুস, জ্বলে আকাশ প্রদীপ ৷
advertisement
advertisement
advertisement
দীপাবলি অমাবস্যার রাতে পালন করা হয় তাই চারদিকে নিকষ অন্ধকার থাকে আর এই অন্ধকার থেকে মুক্তি পেতে মানুষ সর্বত্র প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখে। বিশ্বাস করা হয়, নিকষ অন্ধকারেই অশুভ আত্মা ও অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। তাই এই অশুভ শক্তিকে দুর্বল করতে ঘরের প্রতিটি কোনায় কোনায় বাতি বা প্রদীপ জ্বালানো হয়ে থাকে।