যখন ইচ্ছে হয় 'বাদাম' খেয়ে নেন? জানেন, বাদাম আপনার জন্য কতটা 'ক্ষতিকর'...? কারা ভুলেও খাবেন না? জেনে নিন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Peanuts: সকালের জলখাবার থেকে বিকেলের স্ন্যাক্স--- টুকটাক মুখ চালানোর দরকার হলে অনেকেই আমরা বাদাম খাই। তবে জানেন কি, মুঠো মুঠো বাদাম খেয়ে নিলেও সবার জন্য একেবারেই উপকারী নয় চিনেবাদাম। কারা একেবারে খাবেন না? খেলে কী বিপদ? সতর্ক হতে ভাল করে জানুন।
advertisement
advertisement
বাদাম খেলে কী সমস্যা হতে পারে? যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁদের জন্য বাদাম উপযুক্ত নয়। বাদামের উচ্চ ফাইবার উপাদান অনেক সময় হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে, গ্যাস, পেটফাঁপা বা ডায়ারিয়ার মতো সমস্যা হতে পারে। যাঁদের অন্ত্রজনিত সমস্যা আছে, তাঁদের জন্য বাদাম অস্বস্তির কারণ হতে পারে, তাই সাবধানে খাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রোটিনের আধিক্য – বাদামে প্রচুর প্রোটিন থাকে। যাঁদের কিডনি দুর্বল বা যাঁরা ক্রনিক কিডনি ডিজিজে (CKD) ভুগছেন, তাঁদের বেশি প্রোটিন খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং কার্যক্ষমতা কমে যেতে পারে। পটাশিয়ামের পরিমাণ – বাদামে পটাশিয়াম থাকে, যা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে। কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তবে অতিরিক্ত পটাশিয়াম শরীরে জমা হয়ে হার্টের সমস্যা তৈরি করতে পারে।
advertisement
চিনেবাদাম সস্তা ও পুষ্টিকর, তবে এতে ক্যালোরির মাত্রা বেশ বেশি। ডায়েটের সময় অতিরিক্ত বাদাম খেলে ওজন কমানোর পরিকল্পনা ব্যর্থ হতে পারে, বরং উল্টে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যাঁরা ডায়েট করছেন, তাঁদের জন্য দিনে এক মুঠোর বেশি বাদাম না খাওয়াই ভাল। এক মুঠো বাদাম প্রায় ১৭০ ক্যালোরি সরবরাহ করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে, যা অযথা খিদে কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তাই সঠিক পরিমাণে বাদাম খাওয়াই স্বাস্থ্যকর ডায়েটের চাবিকাঠি।
advertisement
ডাঃ অরিজিৎ চট্টোপাধ্যায় (সিনিয়র নিউট্রিশনিস্ট) বলেন:"যাঁদের বাদাম অ্যালার্জি আছে, তাঁদের একেবারেই বাদাম এড়িয়ে চলা উচিত। এছাড়া, যাঁদের কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ বা গাউটের মতো রোগ আছে, তাঁদেরও সতর্ক থাকতে হবে। বাদামে উচ্চ মাত্রায় অক্সালেট, প্রোটিন ও ফ্যাট থাকে, যা কিছু মানুষের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই যাঁদের এসব সমস্যা আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণ বুঝে বাদাম খান।"