Chicken: চিকেন খাওয়ার আগে সাবধান, মুরগীর মাংসের এই অংশ ভুলেও মুখে তুলবেন না! কাদের খাওয়ার বারণ জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Chicken: চিকেন এবং মাটন খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
 ফের বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। চিন্তায় মাংসপ্রেমীরা। গত কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রচুর মুরগি মারা যাওয়ায় আরও বেড়েছে ভয়। রহস‍্যময় ভাইরাসের অস্তিত্ব প্রমাণ হোক না হোক, চিকেন এবং মাটন খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
 একজন বিশেষজ্ঞ খাদ্য বিজ্ঞানী এবং রন্ধনবিজ্ঞানী জেসিকা গ্যাভিন এই প্রসঙ্গে বলেন, "কাঁচা মুরগির মধ্যে সালমোনেলা এন্টারটিডিস, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি এবং লিস্টেরিয়া মনোসাইটোজেনসের মতো ব্যাকটেরিয়া থাকে। তবে মুরগির চামড়া বিশেষ করে কোলেস্টেরলের রোগীদের জন্য ও হৃদরোগের সমস্যায় ভোগ ব্যক্তিদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।"

