একাধিক রোগের ঝুঁকি এড়াতে মিষ্টি কখন খাবেন? খাবার আগে না পরে? যা বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সবাই-ই কমবেশি শেষপাতে মিষ্টি খেয়ে থাকি! শেষপাত অর্থাৎ, খাবারের শেষে! কিন্তু শেষপাতে মিষ্টি খাওয়া কি আদৌ উচিৎ? যা বলছেন বিশেষজ্ঞরা
সবাই-ই কমবেশি শেষপাতে মিষ্টি খেয়ে থাকি! শেষপাত অর্থাৎ, খাবারের শেষে! কিন্তু শেষপাতে মিষ্টি খাওয়া কি আদৌ উচিৎ? বিশেষজ্ঞরা বলছেন, ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায়। তাই শেষপাতে মিষ্টি খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমে যায়, পরিপাকক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, খাবারর শেষে মিষ্টি খাওয়ার থেককে খাবার খাওয়ার আগে মিষ্টি খাওয়া ভাল।
advertisement
advertisement
advertisement







