

করোনা ভাইরাসের জন্য মানুষ গৃহবন্দি। এই সময় বেড়েছে কন্ডোমের বিক্রিও। পার্টনারের সঙ্গে এতগুলো দিন এবং এতটা সময় এক সঙ্গে থাকা ! এই সময় সেক্স বা যৌনতা কতটা ঠিক ! photo source collected


যদি আপনি একটি সম্পর্কেই জড়িয়ে থাকেন এবং পার্টনার সমেত একই বাড়িতে থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, দু'জনের মধ্যে একজনের শরীরেও করোনা উপসর্গ থাকলে যৌন সম্পর্ক একদম না। photo source collected


যৌনতার সময় পার্টনারের যৌনাঙ্গ স্পর্শ করলে করোনাভাইরাস হতে পারে? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরছে । মুখের লালার মাধ্যমেই মূলত ভাইরাস ছড়ায়। যদি আপনারা একে অপরের যৌনাঙ্গ স্পর্শ করে থাকেন, তার মানে আপনারা একে অপরকে চুম্বনও করেছেন। সেক্ষেত্রে আপনি যদি একাধিক পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে থাকেন, বা আপনার পার্টনার যদি একই কাজ করে থাকে। অবশ্যই সতর্ক হবেন। photo source collected


মনে রাখতে হবে পার্টনারের যৌনাঙ্গ ম্পর্শ করা হাত থেকে আপনার নাকে মুখে ভাইরাস যেন প্রবেশ না করে!photo source collected