Water Chestnut Benefits: পানিফল দেখলেই মুখ ঘুরিয়ে নেন? এই ফলই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও রোগা হওয়ার চাবিকাঠি

Last Updated:
Water Chestnut Health Benefits : শর‍ৎ হেমন্তের ছোট্ট সময়পর্বেই দেখা মেলে এই জলজ ফলের৷ কমদামি বলে আমরা অনেকেই এই ফল এড়িয়ে যাই৷ অজান্তেই অবহেলা করি ফলের বহু গুণাগুণ৷
1/9
ঝুড়ি ভরে বাজারে পানিফল বিক্রি করছেন বিক্রেতারা। শর‍ৎ হেমন্তের ছোট্ট সময়পর্বেই দেখা মেলে এই জলজ ফলের৷
ঝুড়ি ভরে বাজারে পানিফল বিক্রি করছেন বিক্রেতারা। শর‍ৎ হেমন্তের ছোট্ট সময়পর্বেই দেখা মেলে এই জলজ ফলের৷
advertisement
2/9
কমদামি বলে আমরা অনেকেই এই ফল এড়িয়ে যাই৷ অজান্তেই অবহেলা করি ফলের বহু গুণাগুণ৷
কমদামি বলে আমরা অনেকেই এই ফল এড়িয়ে যাই৷ অজান্তেই অবহেলা করি ফলের বহু গুণাগুণ৷
advertisement
3/9
শরত-হেমন্ত থেকে শুরু করে শীতের সূত্রপাত অবধি বাজারে কিনতে পাওয়া যায় ঘন সবুজ (মাঝে মাঝে লালও) পানিফল ৷ আমাদের কাছে শুধু ফল হলেও দেশের অন্যান্য অংশে এর ব্যবহার বহুধা ৷
শরত-হেমন্ত থেকে শুরু করে শীতের সূত্রপাত অবধি বাজারে কিনতে পাওয়া যায় ঘন সবুজ (মাঝে মাঝে লালও) পানিফল ৷ আমাদের কাছে শুধু ফল হলেও দেশের অন্যান্য অংশে এর ব্যবহার বহুধা ৷
advertisement
4/9
পুষ্টিবিদ পুনম সচদেবের মতে, ডিটক্স করতে সাহায্য করা এই ফল জন্ডিস রোগের পথ্য ৷ পানিফল অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর ৷ অক্সিডেটিভ স্ট্রেস যুঝতে সাহায্য করা এই ফল একাধিক ক্রনিক অসুখে উপশমকারী ৷
পুষ্টিবিদ পুনম সচদেবের মতে, ডিটক্স করতে সাহায্য করা এই ফল জন্ডিস রোগের পথ্য ৷ পানিফল অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর ৷ অক্সিডেটিভ স্ট্রেস যুঝতে সাহায্য করা এই ফল একাধিক ক্রনিক অসুখে উপশমকারী ৷
advertisement
5/9
পানিফলে প্রচুর ফাইবার ৷ তাছাড়া এই ফলে ক্যালরি কম ৷ যাঁরা ডায়েটিং করছেন, তাঁদের জন্য এই ফল আদর্শ ৷
পানিফলে প্রচুর ফাইবার ৷ তাছাড়া এই ফলে ক্যালরি কম ৷ যাঁরা ডায়েটিং করছেন, তাঁদের জন্য এই ফল আদর্শ ৷
advertisement
6/9
 রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, কোলেস্টেরল মাত্রা কমাতে এবং পরিপাক ক্রিয়া ঠিক রাখতে পানিফল কার্যকর ৷ পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি এবং ভিটামিন ই থাকার ফলে পানিফল চুলের জন্য উপকারী ৷
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, কোলেস্টেরল মাত্রা কমাতে এবং পরিপাক ক্রিয়া ঠিক রাখতে পানিফল কার্যকর ৷ পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি এবং ভিটামিন ই থাকার ফলে পানিফল চুলের জন্য উপকারী ৷
advertisement
7/9
পটাশিয়ামে পূর্ণ পানিফল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ৷ ফলে হৃদরোগের আশঙ্কা কমে ৷ নিয়মিত পানিফল ডায়েটে থাকলে কম থাকে ক্যানসারের আশঙ্কাও ৷
পটাশিয়ামে পূর্ণ পানিফল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ৷ ফলে হৃদরোগের আশঙ্কা কমে ৷ নিয়মিত পানিফল ডায়েটে থাকলে কম থাকে ক্যানসারের আশঙ্কাও ৷
advertisement
8/9
পানিফল শুকিয়ে তৈরি হয় আটা ৷ নবরাত্রি উৎসবে বিভিন্ন খাবার তৈরি করতে এই আটার চাহিদা প্রচুর ৷ গ্লাটেনমুক্ত, পটাশিয়াম ও ফাইবারযুক্ত এই আটার স্বাস্থ্যের পক্ষেও ভাল ৷
পানিফল শুকিয়ে তৈরি হয় আটা ৷ নবরাত্রি উৎসবে বিভিন্ন খাবার তৈরি করতে এই আটার চাহিদা প্রচুর ৷ গ্লাটেনমুক্ত, পটাশিয়াম ও ফাইবারযুক্ত এই আটার স্বাস্থ্যের পক্ষেও ভাল ৷
advertisement
9/9
স্বাস্থ্যগত কোনও অসুবিধে না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ডায়েটে রাখুন পানিফল৷
স্বাস্থ্যগত কোনও অসুবিধে না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ডায়েটে রাখুন পানিফল৷
advertisement
advertisement
advertisement