হাজার ব্যস্ততার মধ্যেও ফাঁক পেলেই বাক্স প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়া অভ্যেস বাঙালির। আজকাল অনেকেই ট্র্যাভেল এজেন্সির সঙ্গে বেড়াতে বেরোন। বেশ কিছু সুবিধা পাওয়া যায় এতে ঠিকই। কিন্তু ট্র্যাভেল এজেন্সিটি কেমন, তার উপরেই কিন্তু আপনার ভ্রমণ অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে। তাই ট্র্যাভেল এজেন্সি নির্বাচন করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার।