Travel: কলকাতার খুব কাছে রয়েছে অসাধারণ এই জায়গা! কম খরচে ঘুরে আসুন!

Last Updated:
Travel: শীত মানেই পিকনিক, কাছে ধারে ঘোরা, খাওয়া দাওয়া! কলকাতার একেবারে ঘরের কাছেই রয়েছে এই জায়গা! জানুন বিস্তারিত
1/5
রূপনারায়ণ নদীর তীরে সবুজের সমারাহো মন ভাল করার একটি স্থান ' বেনাপুর নদীর' চর। গত কয়েক বছরে এই স্থান হাওড়া জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষের বেশ মন জয় করেছে।
রূপনারায়ণ নদীর তীরে সবুজের সমারাহো মন ভালো করার একটি স্থান ' বেনাপুর নদীর' চর। গত কয়েক বছরে এই স্থান হাওড়া জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষের বেশ মন জয় করেছে।
advertisement
2/5
নদীর পাড়ে কৃত্রিম কার্পেটের মত সবুজ তৃণভূমি। সবুজ তৃণভূমির উপর সার দিয়ে বাবলা গাছ। শীতের মরশুমে নীল আকাশের নিচে এমন মায়াবী দৃশ্য যা দারুণ ভাবে আকর্ষণ করে প্রকৃতিপ্রেমীর মন।
নদীর পাড়ে কৃত্রিম কার্পেটের মত সবুজ তৃণভূমি। সবুজ তৃণভূমির উপর সার দিয়ে বাবলা গাছ। শীতের মরশুমে নীল আকাশের নিচে এমন মায়াবী দৃশ্য যা দারুণ ভাবে আকর্ষণ করে প্রকৃতিপ্রেমীর মন।
advertisement
3/5
রূপনারায়ণ নদীর পূর্বপাড়ে সৃষ্টি চর। সবুজ তৃণভূমির নয়নভিরাম দৃশ্য আর স্নিগ্ধ বাতাস। নদীর উপর সূর্যের কিরণে রুপালি ঝিকিমিকি নয়ন জুড়ানো দৃশ্য যা ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন। গত কয়েক বছরে এই স্থান পিকনিক স্পট হিসেবে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।
রূপনারায়ণ নদীর পূর্বপাড়ে সৃষ্টি চর। সবুজ তৃণভূমির নয়নভিরাম দৃশ্য আর স্নিগ্ধ বাতাস। নদীর উপর সূর্যের কিরণে রুপালি ঝিকিমিকি নয়ন জুড়ানো দৃশ্য যা ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন। গত কয়েক বছরে এই স্থান পিকনিক স্পট হিসেবে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।
advertisement
4/5
হাতে কয়েক ঘণ্টা সময় পেলেই এখন জেলার মানুষের ডেস্টিনেশন বেনাপুর নদীর চর। এই জায়গা অঘোষিত পিকনিক স্পট হলেও বর্তমানে জেলার জনপ্রিয় পিকনিক স্পট গুলির মধ্যে একটি এই স্থান।
হাতে কয়েক ঘণ্টা সময় পেলেই এখন জেলার মানুষের ডেস্টিনেশন বেনাপুর নদীর চর। এই জায়গা অঘোষিত পিকনিক স্পট হলেও বর্তমানে জেলার জনপ্রিয় পিকনিক স্পট গুলির মধ্যে একটি এই স্থান।
advertisement
5/5
বাগনান স্টেশন থেকে নেমে সড়ক পথে কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ করলেই কয়েক মিনিটে বাগনান বেনাপুর চর পৌঁছানো যায়। দুর্গাপুজোর পর থেকে শীতের শেষ পর্যন্ত এখানে মানুষের ভিড়ে দেখা যায়। বিশেষ করে রবিবার ও ছুটির দিনগুলিতে সর্বাধিক ভিড় লক্ষ্য করা যায়।
বাগনান স্টেশন থেকে নেমে সড়ক পথে কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ করলেই কয়েক মিনিটে বাগনান বেনাপুর চর পৌঁছানো যায়। দুর্গাপুজোর পর থেকে শীতের শেষ পর্যন্ত এখানে মানুষের ভিড়ে দেখা যায়। বিশেষ করে রবিবার ও ছুটির দিনগুলিতে সর্বাধিক ভিড় লক্ষ্য করা যায়।
advertisement
advertisement
advertisement