Virndavan In Nawadip: নবদ্বীপ হয়ে উঠল এক টুকরো বৃন্দাবন! রাধাকুন্ডের স্নান এখন নবদ্বীপের গঙ্গার ঘাটেই! লক্ষাধিক মানুষের ভিড় এই সময়

Last Updated:

নদীমাতৃক ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রেও নদী বন্দনা বহু প্রাচীন কাল থেকে। দামোদর মাস সহ বছরের নানান সময় গঙ্গা আরতি করে থাকেন ভক্তরা

+
নবদ্বীপ

নবদ্বীপ রানীর ঘাটে ভক্তদের ভিড় 

নদিয়া: বৃন্দাবনে শ্যাম কুন্ড এবং রাধাকুণ্ডের যোগ সাদৃশ হয়েছিল আজকের বহুলা অষ্টমী তিথিতে। সমস্ত মহা নদী আশ্রয় নিয়েছিল রাধাকুণ্ডে সেই উপলক্ষে সমস্ত নদীকে আহ্বান জানিয়ে আরতি করে থাকেন ভক্তরা। নদীমাতৃক ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রেও নদী বন্দনা বহু প্রাচীন কাল থেকে। দামোদর মাস সহ বছরের নানান সময় গঙ্গা আরতি করে থাকেন ভক্তরা।
তবে বহুলা অষ্টমীর শুভক্ষণ শুরু হয়েছে রাত ১২:০৮ মিনিটে প্রায় মধ্য রাতেই ভারতবর্ষের ভক্তরা ভিড় জমান বিভিন্ন গঙ্গাভাবীরতী সহ নানান নদনদীর সামনে। ধর্মপ্রাণ নদিয়ার নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুরতো বটেই চাকদহ, রানাঘাট সহ বিস্তীর্ণ এলাকায় ভক্তদের ঢল নামে।  পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা সাধারণ মানুষের সুবিধার্থে নানান ব্যবস্থার আয়োজন করে।
advertisement
advertisement
নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগর পুলিশ জেলা কুইক রেসপন্স টিম এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দলের ক্ষেত্রেও বারংবার সতর্কতা বাণী এবং সতর্কতা ও সাবধানতার সঙ্গে স্নান করার পরামর্শ দেওয়া হয়েছিল। যে কোনও বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন তারা।
নবদ্বীপ রানীর ঘাট ও শান্তিপুর বড়বাজার ঘাট সহ বেশ কয়েকটি ঘাটে শান্তিপুর ও নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন পূণ্যস্নানযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়ে সজাগ এবং সতর্ক ছিলেন। গোস্বামী প্রধান শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির সহ দলসহ ভক্তরা এসে পৌঁছান ঘাটে। গঙ্গা পুজন আরতি সহ নানান রীতি পালন করেন তারা। প্রায় সারারাত এমনকি এদিন সকালেও ভক্তদের পূণ্যস্নান করতে দেখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Virndavan In Nawadip: নবদ্বীপ হয়ে উঠল এক টুকরো বৃন্দাবন! রাধাকুন্ডের স্নান এখন নবদ্বীপের গঙ্গার ঘাটেই! লক্ষাধিক মানুষের ভিড় এই সময়
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement