Bathroom clean tips: বাথরুমের খুবই গুরুত্বপূর্ণ অংশ, ঠিক মতো নজর না দিলে গন্ধে ভরবে ঘর

Last Updated:
এই কয়েকটা দিক বিবেচনা না করে কিনলে পয়সা ওই বাথরুমের নালি দিয়েই কলের জলের সঙ্গে ভেসে যাবে! আখেরে কোনও লাভই হবে না।
1/6
আজকাল বেশিরভাগেরই বাস ফ্ল্যাটবাড়িতে। ঘর যেমন ছোট, বাথরুম আরও ছোট। ফলে, আলো ঢোকে না তেমন, হাওয়া খেলে না ভাল ভাবে। বাথরুম হয়ে থাকে স্যাঁতসেঁতে, স্নান করে বেরনোর পর বাষ্পে ভরা, দুর্গন্ধও তৈরি হয় মাঝে-সাঝে। প্রতিকার বলতে হাতে আছে একজস্ট ফ্যান। তবে এই কয়েকটা দিক বিবেচনা না করে কিনলে পয়সা ওই বাথরুমের নালি দিয়েই কলের জলের সঙ্গে ভেসে যাবে, আখেরে কোনও লাভই হবে না।
আজকাল বেশিরভাগেরই বাস ফ্ল্যাটবাড়িতে। ঘর যেমন ছোট, বাথরুম আরও ছোট। ফলে, আলো ঢোকে না তেমন, হাওয়া খেলে না ভাল ভাবে। বাথরুম হয়ে থাকে স্যাঁতসেঁতে, স্নান করে বেরনোর পর বাষ্পে ভরা, দুর্গন্ধও তৈরি হয় মাঝে-সাঝে। প্রতিকার বলতে হাতে আছে একজস্ট ফ্যান। তবে এই কয়েকটা দিক বিবেচনা না করে কিনলে পয়সা ওই বাথরুমের নালি দিয়েই কলের জলের সঙ্গে ভেসে যাবে, আখেরে কোনও লাভই হবে না।
advertisement
2/6
আয়তন-এটা একেবারে প্রাথমিক ব্যাপার। বাথরুম ছোট হলে ফ্যানও হবে, বড় হলে বড়। না হলে হাওয়া ছাড়লেও লাভ হবে না। অতএব, মডেল বেছে নিতে বাথরুমের মাপের সঙ্গে মানানসই ভাবে।
আয়তন-এটা একেবারে প্রাথমিক ব্যাপার। বাথরুম ছোট হলে ফ্যানও হবে, বড় হলে বড়। না হলে হাওয়া ছাড়লেও লাভ হবে না। অতএব, মডেল বেছে নিতে বাথরুমের মাপের সঙ্গে মানানসই ভাবে।
advertisement
3/6
এয়ার ডেলিভারি-এয়ার ডেলিভারি মানে ফ্যানটা কী পরিমাণ হাওয়া বাইরে বের করে দিচ্ছে, সেই পরিমাণ। সচরাচর এর কার্যক্ষমতা যত বেশি হবে, বাথরুমও তত ফ্রেশ থাকবে। অনেকে বলে থাকেন যে এই ব্যাপারে সেরা পছন্দ হতেই পারে Crompton Drift Air, প্রতি ঘণ্টায় এই একজস্ট ফ্যান 1300.cu.mt হাওয়া বের করে দেয়।
এয়ার ডেলিভারি-এয়ার ডেলিভারি মানে ফ্যানটা কী পরিমাণ হাওয়া বাইরে বের করে দিচ্ছে, সেই পরিমাণ। সচরাচর এর কার্যক্ষমতা যত বেশি হবে, বাথরুমও তত ফ্রেশ থাকবে। অনেকে বলে থাকেন যে এই ব্যাপারে সেরা পছন্দ হতেই পারে Crompton Drift Air, প্রতি ঘণ্টায় এই একজস্ট ফ্যান 1300.cu.mt হাওয়া বের করে দেয়।
advertisement
4/6
লাগানোর জায়গা-ভেবে দেখতে হবে ফ্যানটা লাগানো বা ইনস্টল করার জায়গাটা কোথায় হবে। সিলিংয়ের জন্য একরকম মডেল হয়, আবার দেওয়ালের জন্য আরেকরকম। সেই অনুযায়ী কথা বলে মডেল বাছাই করতে হবে।
লাগানোর জায়গা-ভেবে দেখতে হবে ফ্যানটা লাগানো বা ইনস্টল করার জায়গাটা কোথায় হবে। সিলিংয়ের জন্য একরকম মডেল হয়, আবার দেওয়ালের জন্য আরেকরকম। সেই অনুযায়ী কথা বলে মডেল বাছাই করতে হবে।
advertisement
5/6
এনার্জি সেভিংস-ফ্যান কতটা এনার্জি সেভ করছে, সেটাও মাথায় রাখতে হবে, এর উপরে নির্ভর করেই কমবে-বাড়বে বিদ্যুতের বিল। নন-এনার্জি স্টার মডেলের তুলনায় এনার্জি সেভিং মডেল ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে থাকে। অনেকে আবার মোশন সেন্সর দেওয়া ফ্যান নেওয়াই পছন্দ করেন, এটা দরকার ছাড়া ঘোরে না।
এনার্জি সেভিংস-ফ্যান কতটা এনার্জি সেভ করছে, সেটাও মাথায় রাখতে হবে, এর উপরে নির্ভর করেই কমবে-বাড়বে বিদ্যুতের বিল। নন-এনার্জি স্টার মডেলের তুলনায় এনার্জি সেভিং মডেল ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে থাকে। অনেকে আবার মোশন সেন্সর দেওয়া ফ্যান নেওয়াই পছন্দ করেন, এটা দরকার ছাড়া ঘোরে না।
advertisement
6/6
ফ্যানের স্পিড-স্পিড যত বেশি হবে, বাথরুমের হাওয়া তত জলদি বাইরে বেরিয়ে যাবে- এটা একেবারে সহজ সরল ব্যাপার। ফ্যান কেনার শেষ কথাও। বিশেষজ্ঞরা বলছেন খুব বেশি স্পিডের দিকে না ছুটলেও হবে, মোটামুটি ১৩০০-২৫০০ আরপিএম যথেষ্ট।
ফ্যানের স্পিড-স্পিড যত বেশি হবে, বাথরুমের হাওয়া তত জলদি বাইরে বেরিয়ে যাবে- এটা একেবারে সহজ সরল ব্যাপার। ফ্যান কেনার শেষ কথাও। বিশেষজ্ঞরা বলছেন খুব বেশি স্পিডের দিকে না ছুটলেও হবে, মোটামুটি ১৩০০-২৫০০ আরপিএম যথেষ্ট।
advertisement
advertisement
advertisement