In Pics: পুজোর আর ৩ মাস, মাত্র ৫০ হাজার টাকায় প্ল্যান করুন এই দেশগুলোয়
Last Updated:
• চরৈবেতিইই... ৷ ছোট্ট একটা ব্যাগপ্যাক, পায়ে স্নিকার্স, হাতে ঝোলানো ক্যামেরা... ৷ আর কী চাই ? কোনও দেশের চঞ্চলা ঝর্ণা তো কোথাও মিষ্টি এক নদী, তার পাশে বিশাল প্রাসাদে অপেক্ষা করে রয়েছে শত বছরের ইতিহাস, কখনও ঘন জঙ্গলের রহস্য, যেখানে সূর্যের আলো ঢুকতে গেলেও থমকে যায়... ইচ্ছে করে বেড়িয়ে পড়তে সেই সমস্ত নিরুদ্দেশকেই উদ্দেশ্য করে ৷ কিন্তু ঘোরার খরচা করতে গিয়েই যত ঝক্কি ৷ পকেটের হিসেব নিয়ে মাথা ঘামাতে গিয়ে ইচ্ছেটাই চাপা পড়ে যায় ৷ তবে এবার একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিন ৷ কারণ মাত্র ৫০ হাজারেই ঘুরতে যেতে পারেবেন এই সমস্ত দেশগুলিতে ৷
advertisement
• রাশিয়া: বিশ্বকাপের বিশ্বযুদ্ধের দামামা বেজে গিয়েছে রাশিয়ার ময়দানে ৷ সেই টানে অনেকেই ছুটেছেন রাশিয়ার উদ্দেশ্যে ৷ কিন্তু বিশ্বকাপের টান না থাকলেও নিজের সৌন্দর্য্যেই অনন্য সুন্দর রাশিয়া ৷ ঐতিহ্য রাশিয়ার বড় মূলধন ৷ পাশাপাশি রাশিয়ান খাবারও আপনার মন টানবে ৷ ৫০ হাজার টাকায় দিব্যি ঘুরে আসা যায় এই দেশ থেকে ৷ ভারতীয় মুদ্রায় মাথাপিছু সাড়ে ৬ হাজার টাকার মতো লাগবে এখানে থাকতে ৷
advertisement
• ভিয়েতনাম: আনন্দ, খুশি আর স্বাধীনতায় মশগুল ভিয়েতনামের মানুষরা ৷ এখানে গেলে মন ভাল হয়ে যাবে আপনারও ৷ হনোই, হা লং বে, সাপা, হো চি মিন-এ বেড়াতে গেলে ব্যাগভর্তি মন খুশ বাতাস নিয়ে আসতে পারেন আপনি ৷ ১৬,৮০০ মতো পড়বে ফ্লাইটের ভাড়া ৷ ভারতীয় মুদ্রায় মাথাপিছু ৮,৫০০ টাকা খরচ করলে এক সপ্তাহের থাকার চিন্তা একেবারে ভুলে যান ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement