Taki-Travel: ইচ্ছামতী নদীর ধারে টাকি! গরমের ছুটিতে দারুণ বেড়ানোর জায়গা! জানুন বিস্তারিত

Last Updated:
Taki-Travel: গরমের ছুটিতে টাকি হতেই পারে ঘোরার জায়গা! ভারত-বাংলাদেশ বর্ডার! সেই সঙ্গে গ্রামের পরিবেশে ইতিহাসের হাতছানি! মন ভরে যাবে! জানুন কোথায় থাকবেন, কী দেখবেন!
1/6
মহানগর কলকাতার কাছে এমনই এক অসাধারন জায়গা আছে, যায় নাম টাকি। এখানে এলে ছুঁয়ে দেখা যায় প্রাচীন ইতিহাসকে।
মহানগর কলকাতার কাছে এমনই এক অসাধারন জায়গা আছে, যায় নাম টাকি। এখানে এলে ছুঁয়ে দেখা যায় প্রাচীন ইতিহাসকে।
advertisement
2/6
নদীর এপারে টাকি শহর এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা ও কালিগঞ্জ। আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা।
নদীর এপারে টাকি শহর এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা ও কালিগঞ্জ। আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা।
advertisement
3/6
সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি পেতে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট। গরান, গেঁওয়া, হেতাল গোলপাতা, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই মিনি সুন্দরবনের দেখা মিলবে।
সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি পেতে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট। গরান, গেঁওয়া, হেতাল গোলপাতা, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই মিনি সুন্দরবনের দেখা মিলবে।
advertisement
4/6
এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের বেশ কিছু জমিদারবাড়ি, প্রাচীন দুর্গা মন্দির, সুপ্রাচীন নলকূপ ইত্যাদি। ইছামতী নদী তীরের এই শহর দেশভাগের স্মৃতি বহন করে চলেছে।
এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের বেশ কিছু জমিদারবাড়ি, প্রাচীন দুর্গা মন্দির, সুপ্রাচীন নলকূপ ইত্যাদি। ইছামতী নদী তীরের এই শহর দেশভাগের স্মৃতি বহন করে চলেছে।
advertisement
5/6
রায়চৌধুরীর জমিদারবাড়ি পুরোনো আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক ভিটে। এই জমিদার বাড়ি ঘিরে আছে অনেক মন্দির এবং নাট্যমঞ্চ।
রায়চৌধুরীর জমিদারবাড়ি পুরোনো আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক ভিটে। এই জমিদার বাড়ি ঘিরে আছে অনেক মন্দির এবং নাট্যমঞ্চ।
advertisement
6/6
প্রাচীন সীমান্ত শহর টাকির পর্যটন কেন্দ্র গুলির ঘোরার পাশাপাশি বহু প্রাচীন এই জোড়া শিব মন্দির ঘুরতে ভুল করবেন না।
প্রাচীন সীমান্ত শহর টাকির পর্যটন কেন্দ্র গুলির ঘোরার পাশাপাশি বহু প্রাচীন এই জোড়া শিব মন্দির ঘুরতে ভুল করবেন না।
advertisement
advertisement
advertisement